Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নৃতাত্ত্বিক জনগোষ্ঠী
স্থান
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর/দক্ষিণ শাহবাজপুর/বড়লেখা সদর/দক্ষিণভাগ (উত্তর)/দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
মৌলীবাজার হতে বড়লেখাগামী বাসে কিংবা সিএনজি অটোরিক্সাযোগে বড়লেখা নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিক্সাযোগে নৃজনগোষ্ঠী এলাকায় যাওযা যায়।
বিস্তারিত

বড়লেখা উপজেলার সুদৃশ্য পাহাড়ি টিলার ১৫টির অধিক বিভিন্ন পুঞ্জিতে খাসিয়া, গারো, সাঁওতাল ইত্যাদি নৃতাত্বিক জনগোষ্ঠীর বসবাস। এসকল জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব বৈচিত্রময় জীবনধারা ও সংস্কৃতি। এসব নৃ-জনগোষ্ঠীর বৈচিত্রময় জীবনধারায় আগ্রহী দেশি-বিদেশী অনেক পর্যটকের সমাগম ঘটে থাকে। এ অঞ্চলের স্থানীয় অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাদের সামাজিক সুসম্পর্ক রয়েছে। খাসিয়াদের একটি অন্যতম উৎসব হচ্ছে শাড সুখ মেনসিম (Ka shad suk mynsiem)।যার প্রকৃত অর্থ হচ্ছে মনের প্রশামিত্মর জন্যে নৃত্য। প্রতিবৎসর বসমত্মকালে ( Spring )এই উৎসব পালন করা হয়। প্রধানত ভাল ফসল এবং সুখে শামিত্মতে বসবাস করার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এই নৃত্য-উৎসব পালন করা হয়। শাড সুখ মেনসিম (Ka shad suk mynsiem )উৎসবটি নারী- পুরম্নষ - শিশু  নিয়ে নানা রঙের ঐতিহ্যবাহী পোষাক পরে খালি মাঠে এই নৃত্য উৎসবটি পরিবেশন করা হয়। মূলত ৩টি ভিন্ন ধরণের নৃত্যের সহযোগে এই উৎসব পালন করা হয়। এই উৎসবে মূলত কুমার - কুমারীকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বিভিন্ন এলাকার সাংস্কৃতিক দলের সহযোগে এই উৎসবটি তিনদিন ব্যাপি নৃত্য পরিবেশন করা হয়। খাসিদের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা ও সংরক্ষণর লক্ষ্যেএই উৎসবটি পালন করা হয়ে থাকে। উৎসবের সময় খাসি পলিস্নতে নামে আনন্দের জোয়ার।