বড়লেখা উপজেলার সুদৃশ্য পাহাড়ি টিলার ১৫টির অধিক বিভিন্ন পুঞ্জিতে খাসিয়া, গারো, সাঁওতাল ইত্যাদি নৃতাত্বিক জনগোষ্ঠীর বসবাস। এসকল জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব বৈচিত্রময় জীবনধারা ও সংস্কৃতি। এসব নৃ-জনগোষ্ঠীর বৈচিত্রময় জীবনধারায় আগ্রহী দেশি-বিদেশী অনেক পর্যটকের সমাগম ঘটে থাকে। এ অঞ্চলের স্থানীয় অন্যান্য জনগোষ্ঠীর সাথে তাদের সামাজিক সুসম্পর্ক রয়েছে। খাসিয়াদের একটি অন্যতম উৎসব হচ্ছে শাড সুখ মেনসিম (Ka shad suk mynsiem)।যার প্রকৃত অর্থ হচ্ছে মনের প্রশামিত্মর জন্যে নৃত্য। প্রতিবৎসর বসমত্মকালে ( Spring )এই উৎসব পালন করা হয়। প্রধানত ভাল ফসল এবং সুখে শামিত্মতে বসবাস করার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এই নৃত্য-উৎসব পালন করা হয়। শাড সুখ মেনসিম (Ka shad suk mynsiem )উৎসবটি নারী- পুরম্নষ - শিশু নিয়ে নানা রঙের ঐতিহ্যবাহী পোষাক পরে খালি মাঠে এই নৃত্য উৎসবটি পরিবেশন করা হয়। মূলত ৩টি ভিন্ন ধরণের নৃত্যের সহযোগে এই উৎসব পালন করা হয়। এই উৎসবে মূলত কুমার - কুমারীকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। বিভিন্ন এলাকার সাংস্কৃতিক দলের সহযোগে এই উৎসবটি তিনদিন ব্যাপি নৃত্য পরিবেশন করা হয়। খাসিদের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা ও সংরক্ষণর লক্ষ্যেএই উৎসবটি পালন করা হয়ে থাকে। উৎসবের সময় খাসি পলিস্নতে নামে আনন্দের জোয়ার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস