বড়লেখা উপজেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর বৈচিত্রময় এক ভূখন্ড। নয়নাভিরাম সবুজের সমারোহ শাহবাজপুর, বোবারতল, সমনভাগ, সুজানগর, মাধবকুন্ড, দক্ষিন শাহবাজপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিনভাগ দক্ষিনসহ ১১ টি চা বাগানের চা সম্পদ ; হাকালুকি হাওড়ের জলমহাল থেকে উৎপাদিত মাছ ও ফসল;সুজানগরের আগর গাছ থেকে উৎপাদিত আগর আতর শিল্প প্রভৃতি বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
(ক) ভূপ্রকৃতিঃ- এ উপজেলা ৪ টি ভূ-প্রাকৃতিক অঞ্চল নিয়ে গঠিত।
পাহাড়ী অঞ্চল -ছোট বড় মাঝারি উচু-নীচু পাহাড় রয়েছে যা উপজেলার পূর্বাংশে অবস্থিত। মধ্যাংশে সমতলভূমি,
পশ্চিমাংশে বৃহত্তর হাকালুকিহাওড়।
(খ) জলবায়ুঃ-উপজেলার জলবায়ু ভৌগোলিক অবস্থানের দিক থেকে জাতীয় সার্বিক জলবায়ুর অনুরুপ।
ভূমি বৈচিত্রের কারনে গ্রীষ্মকালে গরম এবং শীতকালে শীত একটু বেশী অনুভুত হয়। একই কারনে বৃষ্টিপাতের পরিমান
ও দেশের অপরাপর অঞ্চল থেকে এখানে একটুবেশী।
(গ) আগর বাগান- বড়লেখা উপজেলা থেকে প্রায় ৮ কিঃমিঃ দক্ষিন-পশ্চিমে সুজানগর ইউনিয়নের প্রত্যেকটা
গ্রামে প্রায় ৪/৫ হাজার একর জায়গা জুড়ে বৃহৎ আগর বাগান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস