বড়লেখা উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃিত গঠন ভূমিকা রেখেছ। বড়লেখা পাশের উপজেলা জুড়ী, উত্তর পাশে বিয়ানীবাজার উপজেলা অবস্থিত। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। আঞ্চলিক ভাষার সাথেসন্নিহিত বড়লেখা পিবভাব হয়। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে বড়লেখা উপজেলার সভ্যতা বহুপ্রাচীন। এ এলাকায় কিছুক্ষুদ্র জাতিসত্বা বসবাস করে যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।
যেসব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা বড়লেখা কাজ করছে সেগুলো হলোঃ
* উপজেলা শিল্পকলা একাডেমী, বড়লেখা
* আধিবাসী লোকো সংস্কৃতি, বড়লেখা
* প্রভৃতি।
লোক সংস্কৃতি, লোক উৎসব, লোকসংগীত, লোকগাঁথা
লোক সংস্কৃতি,লোক উৎসব, লোকসংগীত, লোকগাঁথার দিক দিয়ে বড়লেখা হলো তীর্থস্থান। বড়লেখায় একটি সংস্কৃতি ঐতিহ্য রয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে গুরুত্বপূর্ন অবদান রেখেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস