সাধারণ তথ্যাদি
জেলা-মৌলভীবাজার উপজেলা-বড়লেখা সীমানা- উত্তরে-সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা, দক্ষিণে-জুড়ী উপজেলা, পূর্বে-ভারতের করিমগঞ্জ জেলা, পশ্চিমে- সিলেট জেলার গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা। আয়তন –৪৪৮.৮৭ বর্গ কিলোমিটার জনসংখ্যা-২,৬৭,৭৪৩জন (প্রায়), পুরুষ-১,২৯,২৭০ জন (প্রায়), মহিলা-১,৩৮,৪৭৩ জন (প্রায়) প্রবাসী- ১৪,৩৮২ জন। নৃতাত্বিক সম্প্রদায়- ০৪টি (খাসিয়া, মণিপুরী, গারো ও সঁাওতাল), জনসংখ্যা-৪৫০০ লোক সংখ্যার ঘনত্ব- ৫৭৪(প্রতি বর্গ কিলোমিটারে) মোট ভোটার সংখ্যা-১,২৩,০৮৫জন (পৌরসভা ব্যতিত) বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার-০.৯৬% মোট পরিবার(খানা)-৪৪,১৯২ টি নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ী) গ্রাম-২৬৯ টি মৌজা-১৩৯ টি ইউনিয়ন-১০ টি পৌরসভা-০১ টি এতিমখানা : সরকারী-০০ টি, বে-সরকারী-০২টি মসজিদ-৪৬৮ টি মন্দির-৬৫ টি নদ-নদী-০২টি () হাট-বাজার-২২ টি ব্যাংক শাখা-১৬ টি পোস্ট অফিস/সাব পোঃ অফিস-১০ টি টেলিফোন এক্সচেঞ্জ-০১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়-১৪২ টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়-০২ টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয- ০২ টি জুনিয়র উচ্চ বিদ্যালয়-০৫ টি উচ্চ বিদ্যালয়(সহশিক্ষা-২৩ টি উচ্চ বিদ্যালয়(বালিকা)-০৫ টি দাখিল মাদ্রাসা-০৯ টি আলিম মাদ্রাসা-০১ টি ফাজিল মাদ্রাসা-০৪ টি কামিল মাদ্রাসা-০০ টি কলেজ(সহপাঠ)-০৫ টি কলেজ(মহিলা)-০১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-০১ টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-০৪ টি বেডের সংখ্যা-৩১ টি ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা-২০ টি কর্মরত ডাক্তারের সংখ্যা-ইউএইচসি-০৩, ইউনিয়ন পর্যায়ে ০৫, ইউএইচএফপিও ১টি মোট=০৯ টি সিনিয়র নার্স সংখ্যা ইউনিয়ন ভূমি অফিস-০৪টি পৌর ভূমি অফিস-০০টি মোট খাস জমি-...............একর কৃষি-...............একর অকৃষি-..............একর বন্দোবস্তযোগ্য কৃষি-.............একর (কৃষি) বাৎসরিক ভূমি উন্নয়ন কর(দাবী)(২০১২-২০১৩) (২০১৩-২০১৪ অর্থ বছরের দাবী নির্ধারণ শেষ হয়নি) সাধারণ= 3520686/- বাৎসরিক ভূমি উন্নয়ন কর(আদায়) সাধারণ= নদীর সংখ্যা-০২ টি(জুরী নদী, সোনাই নদী) পরিবার পরিকল্পনা ক্লিনিক-০৫টি এম.সি.এইচ. ইউনিট-০০টি সক্ষম দম্পতির সংখ্যা-৪০,৯৭৬জন(জৃলাই, ২০১৩) উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসা কেন্দ্র-০১ টি প্রাণিসম্পদ ডাক্তারের সংখ্যা-০২ জন কৃত্রিম প্রজনন কেন্দ্র-০১টি পয়েন্টের সংখ্যা-০২টি উন্নতজাতের লেয়ার মুরগীর খামারের সংখ্যা-১০টি ব্রয়লার মুরগীর খামার-৯০টি হঁাসের খামার- ৩৫ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস