মাদ্রাসাটি বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত।প্রতিষ্ঠানটির মোট ১১২ শতাংশ ভূমির মধ্যে১টি দ্বিতল, ১টি আধা পাকা ও ১টি মসজিদ ভবন নিয়ে অবস্থিত।
প্রতিষ্ঠানটি মাওঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রাহঃ) এর প্রচেষ্টায় অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে বৈঠক করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করলে সকলে ঐক্যমত পোষণ করেন এবং ০১/০১/১৯৮৪ ইংরেজী তারিখে মাদ্রাসার বৃত্তিস্থাপন করেন। প্রতিষ্ঠানটি ০১/০১/১৯৯৫ ইংরেজী সনে এম.পি.ও ভূক্ত হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র-ছাত্রী সংখ্যা |
১ | ১০ম | ২২ |
২ | ৯ম | ১৯ |
৩ | ৮ম | ২৬ |
৪ | ৭ম | ৪০ |
৫ | ৬ষ্ঠ | ৩০ |
৬ | ৫ম | ২৫ |
৭ | ৪র্থ | ৩০ |
৮ | ৩য় | ২৯ |
৯ | ২য় | ১৭ |
১০ | ১ম | ১৫ |
| মোট | ২৫৩জন |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | হাজী মোঃ আব্দুর রহমান | সভাপতি |
০২ | হাজী মোঃ মইজ উদ্দিন | বিদ্যোৎসাহী |
০৩ | হাজী মোঃ আব্দুল কাদির | অভিভাবক সদস্য |
০৪ | হাজী মোঃ জামাল উদ্দিন | অভিভাবক সদস্য |
০৫ | হাজী মোঃ আপ্তাব আলী | অভিভাবক সদস্য |
০৬ | হাজী মোঃ মস্তুফা উদ্দিন | অভিভাবক সদস্য |
০৭ | হাজী মোঃ আপ্তাব আলী | দাতা সদস্য |
০৮ | রাজিয়া বেগম | অভিভাবক সদস্য (সং) |
০৯ | মোঃ আব্দুশ শাকুর | শিক্ষক প্রতিনিধি |
১০ | জনাব আলী | শিক্ষক প্রতিনিধি |
১১ | আব্দুর রহমান | সম্পাদক/ সুপার |
পরীক্ষার নাম | সন ২০০৯ | সন ২০১০ | সন ২০১১ | সন ২০১২ | সন ২০১৩ | ||||||||||
অংশ গ্রহণ | পাস | হার | অংশ গ্রহণ | পাস | হার | অংশ গ্রহণ | পাস | হার | অংশ গ্রহণ | পাস | হার | অংশ গ্রহণ | পাস | হার | |
JDC | - | - | - | ৩২ | ২২ | ৬৯.০০ | ২৮ | ২৩ | ৮২.১৪ | ২১ | ২০ | ৯০.২৪ | - | - | - |
দাখিল | ২৩ | ১৭ | ৭৩.৯১ | ১৮ | ১৪ | ৭৭.৭৮ | ২১ | ২০ | ৯৫.২৪ | ১৪ | ১৪ | ১০০ | ২২ | ১৯ | ৮৬.৩৬ |
২০০৮ সনে পঞ্চম শ্রেণীতে টেলেন্টপুল বৃত্তি লাভ করে ১ জন এবং ২০১০ সনে জেডিসি পরীক্ষায় টেলেন্টপুল বৃত্তি লাভ করে ২ জন ও ১ জন সাধারণ বৃত্তি লাভ করে।২০১০ সনে দাখিল পরীক্ষায় ১ জন জিপিএ ৫ লাভ করে।
এ মাদ্রাসাটি গ্রামীণ এলাকায় হয়েও দাখিল পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে।
কম্পিউটার চালু ও লেখাপড়ার মান উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
জেলা : মৌলভীবাজার, উপজেলা : বড়লেখা, ডাকঘর : তালিমপুর- ৩২৫০, তালিমপুর বাহারপুর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা।
ক্রমিক নং | নাম | ক্যাটাগরী | মন্তব্য |
মোঃ নুরুল ইসলাম | টেলেন্টপুল বৃত্তি | ডেডিসি পরীক্ষা-২০১০ |
|
আলিম হোসেন | টেলেন্টপুল বৃত্তি | ডেডিসি পরীক্ষা-২০১০ |
|
তানবির আহমদ | সাধারণ বৃত্তি | ডেডিসি পরীক্ষা-২০১০ |
|
মোঃ সুলতান আহমদ | জিপিএ ৫ | দাখিল পরীক্ষা-২০১০ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস