প্রতিষ্ঠানটি মেলৌভাবাজার জেলার বড়লেখা উপজেলার সদর থেকে ৫নং দক্ষিন শাহবাজপুর ইউপি পরিষদের ৯নং ত্তয়াডে অবস্থিত। প্রতিষ্ঠানটি বোবারথল পাকা সড়ক সংলগ্ন ১০০ শতাংশ নিজস্ব ভুমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠানটি ২টি আধা পাকা, ১টি পাকা ভবন, ১টি খেলার মাট রয়েছে।
ইআইআইএন নং –১২৯৫৬২।
প্রতিষ্ঠানটি প্রতিষ্টার পুবে এলাকার শির্ক্ষাথী প্রায় ৮/৯ কি:মি: দূরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার জন্য পায়ে হেটে যাতায়াত করত অতএব র্দূগতি ও অকালে জরে পড়া শির্ক্ষাথী রোধকল্পে এলাকার বিদোৎসাহী বিশিষ্ঠ কয়েকজন দানশীল ব্যক্তি বগ জনাব মো: আহমদ আলী, জনাব হাজী আব্দুল খালিক, জনাব হাজী আব্দুর রাজ্জাক, জনাব আং শহিদ, জনাব হাজী আং রহিম, জনাব ময়না মিয়া, জনাব ছমসু মিয়া, জনাব মাহতাব উদ্দিন মাষ্টার, জনাব আব্দুল হাই মামুন, জনাব হাজী নাশির উদ্দিন বিদ্যালয় গড়ার স্বপ্ন দেখেন তাদের সমন্বিত প্রচেষ্টার ফলে ০১/০১/১৯৯৫ ইং তারিখে বিদ্যালয়টি প্রতিষ্টা করা হয়। এবং ১লা জানুয়ারী ১৯৯৬ সন থেকে আঞ্চলিক উপপরিচালক, কুমিল্লা অঞ্চল কুমিল্লা থেকে নিম্ন মাধমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ১লা ফেব্রুয়ারী ১৯৯৮ইং সাল থেকে নিম্ন পযায়ে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়ের কায্যক্রম সফল ভাবে পরিচালিত হয়ে ২০০১ সাল থেকে সিলেট শিক্ষা বোড কৃতক ৯ম শ্রেণীতে পাঠদানের অনুমতি দেয়া হয় এবং উক্ত কতৃপক্ষ বিধি মোতাবেক ২০০৫ সালের ১লা জানুয়ারী থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বাকৃতি প্রদান করে। এদিকে ২০০৩ সাল থেকে প্রতিষ্টানের শিক্ষাথীরা এসএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে অধ্যাবধি ভাবে ভালো ফলাফল অজন করে এবং জে এস সি পরিক্ষায় ও ছাত্র/ছাত্রীরা ভালো ফলাফল অজন করিতেছে কিন্তু অদ্যাবধি বিদ্যালয়টি মাধ্যমিক পযায়ে এমপিও ভুক্ত হয় না।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র-ছাত্রী সংখ্যা | মন্তব্য |
১ | ৬ষ্ঠ | ১২৩ |
|
২ | ৭ম | ১৪৪ |
|
৩ | ৮ম | ৭৬ |
|
৪ | ৯ম | ৬১ |
|
৫ | ৯ম (ভোক) |
|
|
৬ | ১০ম | ৪৮ |
|
৭ | ১০ম (ভোক) |
|
|
মোট | ৪৫২ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব আহমদ আলী | সভাপতি |
|
২ | জনাব বকুল চন্দ্র শর্ম্মা | শিক্ষক প্রতিনিধি |
|
৩ | জনাব আকিবুল হোসেন | ঐ |
|
৪ | জনাব নাহিদ আহমদ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
৫ | জনাব তৈয়ব আলী | অভিভাবক সদস্য |
|
৬ | জনাব আতাউর রাহমান | ঐ |
|
৭ | জনাব শফিক উদ্দিন | ঐ |
|
৮ | জনাব মো: বদরুল হোসেন | ঐ |
|
৯ | জনাব মখদ্দস আলী | শিক্ষানুরাগী সদস্য |
|
১০ | জনাব জাহিদ উদ্দিন | প্রধান শিক্ষকসচিব |
|
১১ | জনাব তারেক হাসনাত | দাতা সদস্য |
|
১২ | জনাবা দিলারা বেগম | সংরক্ষিত মহিলা সদস্য |
|
শ্রেণী | সন ২০০৯ | সন ২০১০ | সন ২০১১ | সন ২০১২ | সন ২০১৩ | ||||||||||
অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | |
৮ম/জেএসসি |
|
|
| ৭৯ | ৪৭ | ৫৯.৪৯% | ৭৬ | ৬১ | ৮০.৮৮% | ৭৮ | ৬৬ | ৮৪.৬১% |
| - | - |
এস.এস.সি | ১৫ | ০৭ | ৪৪.৬৬% | ২২ | ২২ | ১০০% | ৩৬ | ৩২ | ৮৮.৮৮% | ৪১ | ৪১ | ১০০% | ৬০ | ৬০ | ১০০% |
২০১৩ সনের এস. এস. সি পরীক্ষায় শতবাগ এবং১জন জিপিএ ৫.০০ (এ+)
অবকাঠামোগত উন্নয়ন করা, সমৃদ্ধশালী পাঠাগার তৈরী, ভার্চুয়াল কম্পিউটার ল্যাব স্থাপন, সহপাঠক্রমিক কার্যাবলীতে
শিক্ষার্থীদেরকে অধিকতর মনোযোগী করা সহ শতভাগ ফলাফল অর্জনের জন্য চেষ্টা চলছে।
পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়, ডাকঘর ও উপজেলা : বড়লেখা, জেলা : মৌলভীবাজার, ফোন : ০১৭১৫৩৯৭৭২২
ইমেইল : pbhs@yahoo.com.
ক্রমিক নং | নাম | শ্রেনী | রোল |
১ | তাহমিদ হাসান আনাস | ৭ম | ১ |
২ | সুমাইয়া আক্তার | ৭ম | ২ |
৩ | ইমা বেগম | ৮ম | ১ |
৪ | মাম্পী রানী দাস | ৮ম | ২ |
৫ | হামিদা বেগম | ৯ম | ১ |
৬ | আমিনা আক্তার | ৯ম | ২ |
৭ | তানজিমা আক্তার | ১০ম | ১ |
৮ | তাছলিমা আক্তার | ১০ম | ২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস