প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের সুজাউল গ্রামে অবস্থিত।২টি দ্বিতল ২টি পাকা ও ১টি সেমিপাকা দালানের সমন্বয়ে ১.৪২ শতক অখন্ড ভূমির ওপর স্থাপিত। প্রতিষ্ঠানটির কোড নং ১৮৮০৪ এবং ইন নং ১২৯৫৭২।
০১/০১/১৮৯০ইং হতে জন-সাধারণের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটি দ্বীন ইসলামের প্রচার,প্রসার ও শিক্ষা বাস্তবায়নে অতুলনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।ফলশ্রুতিতে মাদ্রাসাটি মোহাম্মদান এডুকেশন (এম,ই) আসাম বোর্ডের অধীনে ১৯৩০ইং সনে সর্ব প্রথম দাখিল স্তরের স্বীকৃতি লাভ করে। অত:পর ১৯৬৫ ইং সনে আলিম এবং ১৯৬৭ ইং সনে ফাযিল স্তরের স্বীকৃতি লাভ করে। উল্লেখ্য, ১৯২২ ইং সনে হতে এ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিভিন্ন পর্যায়ে বৃত্তি লাভ করে আসছে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী সংখ্যা | মন্তব্য |
১ | ১ম | ১৫ |
|
২ | ২য় | ২৪ |
|
| ৩য় | ২৪ |
|
| ৪থ | ৫৭ |
|
| ৫ম | ৭৬ |
|
| ৬ষ্ঠ | ১৬৪ |
|
| ৭ম | ৯৭ |
|
| ৮ম | ৭৪ |
|
| ৯ম | ৮৯ |
|
| ১০ম | ৬২ |
|
| আলিম | ১৮৯ |
|
| ফাজিল | ৯৪ |
|
মোট | ৯৬৫ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব মো: সিরাজ উদ্দিন | সভাপতি |
|
২ | জনাব মো: আজিজুর রহমান খন্দকার | সহ সভাপতি |
|
৩ | জনাব দিলরুবা আক্তার | সদস্য |
|
৪ | জনাব সমীর কান্তি দে | ,, |
|
৫ | জনাব মো: ছামান উদ্দিন | ,, |
|
৬ | জনাব আব্দুল কুদ্দুছ | ,, |
|
৭ | জনাব মো: আমির উদ্দিন | ,, |
|
৮ | জনাব মো: আজির উদ্দিন | ,, |
|
৯ | জনাব মো: ইমতিয়াজ আলী | ,, |
|
১০ | জনাব মো: নূর উদ্দিন | ,, |
|
১১ | জনাব মো: আব্দুল আজিজ | ,, |
|
১২ | জনাব মুহাম্মদ ফয়জুর রহমান | সদস্য সচিব |
|
নাম | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
*জে,ডি,সি | ৩৬% | ১০০% | ৮৮% | - |
*দাখিল | ৯১% | ৯০% | ৮৫% | ৮৮% |
*আলিম | ৮৫% | ৮৯% | ৯৮% | ৯৬% |
* ফাযিল | ৬৪% | ৫৯% | ৮৬% | ফলাফল অপ্রকাশিত |
১৯২২ইং হতে মাদ্রাসাটির ছাত্র- ছাত্রীরা সময় সময় সরকার প্রদত্ত বৃত্তি পেয়ে আসছে। ২০১০ইং সনে জে,ডি,সি পরীক্ষায় ৩জন,২০১১ ইং সনে ৫ জন এবং ২০১২ইং সনে ৬ জন ছাত্র- ছাত্রী বৃত্তি পেয়েছে।
মাদ্রাসাটি উপজেলা ও জেলা পর্যায়ে একাধিক বার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে পুরষ্কৃত হয়েছে এবং প্রতিষ্ঠান প্রধান
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান নির্বাচিত হয়ে পুরষ্কার গ্রহন করেছেন।তাছাড়া তিনি একাধিক বার বিভিন্ন
সংস্থা কর্তৃক স্বর্ণপদক ও সম্মাননা অর্জন করেছেন। ছাত্র - ছাত্রীরা ও সময় সময় বৃত্তি পাচ্ছে। অত্র মাদ্রাসার
সহকারী অধ্যাপক মো:মইনূদ্দীন সিরাজী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে স্বর্ণপদক পেয়েছেন।
বহুুতল বিশিষ্ট একাডিমিক ভবন ও ছাত্রাবাস নির্মাণ এবং লেখা-পড়ার মান উন্নয়ন করা।
বড়লেখা উপজেলা সদর হতে ১০ কি:মি: উত্তরে অবস্থিত এ মাদ্রাসায় বাস,মিনিবাস,সিএনজি ও রিক্সা যোগে যাতায়াত করা যায়।
শতাব্দীর ঐতিহ্যবাহী অত্র মাদ্রাসার অনেক ছাত্র জাতীয় ও আমত্মর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রেখেচলেছেন, বর্তমানে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদেও অন্যতম হচ্ছে ? আহমদ আব্দুললাহ,আবুতাহের ফা ২য়,আব্দুল হামিদ,আক্তার হোসাইন ফা ১ম,লুকমান হোসাইন,আ ১ম, খাদিজা আক্তার সুমি, আবুতাহের আ ১ম মিরাজ উদ্দিন,জাহাঙ্গীর হোসেন,সফিকুল ইসলাম,ওলীউর রহমান,রোকসানা বেগম,দাখিল ১০ম,কাউছার আহমদ,রিপা বেগম,হোসাইন আহমদ,শোয়েব আহমদ,বেলাল আহমদ,হাফছা বেগম দাখিল ৯ম প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস