প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের অর্ন্তগত ০৫ নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ৬৩ শতাংশ ভুমির উপর ১টি অর্ধ পাকা ও ২টি পাকা ভবনের সমন্বয়ে গঠিত। ই এম আই এস কোড-৬০৪০৫০৬০১।
১৯৫৩ সালে বিদ্যালয়টি স্থানীয় জনগনের উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে। পরে ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রীর | মোট | মন্তব্য |
০১ | শিশু | ১৪ | ১৬ | ৩০ |
|
| ১ম | ৪০ | ৫০ | ৯০ |
|
০২ | ২য় | ৪০ | ৪৯ | ৮৯ |
|
০৩ | ৩য় | ৫০ | ৫০ | ১০০ |
|
০৪ | ৪থ | ৪৬ | ৪৪ | ৯০ |
|
০৫ | ৫ম | ৩৬ | ৩৭ | ৭৩ |
|
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মো: মইন উদ্দিন | সভাপতি |
০২ | হাজী মো: আব্দুর রাজ্জাক | সহ: সভাপতি |
০৩ | অনিমা দাস | সদস্য সচিব |
০৪ | শাহরিয়ার জাহাঙ্গীর চৌ: | সদস্য |
০৫ | শিপ্রা রাণী সেন | সদস্য |
০৬ | মো: নজরুল ইসলাম | সদস্য |
০৭ | মোছা: পিয়ারা মনাফ | সদস্য |
০৮ | মো: শফিক উদ্দিন | সদস্য |
০৯ | মো: আব্দুল মালিক | সদস্য |
১০ | সজনা বেগম | সদস্য |
১১ | বেদানা বেগম | সদস্য |
শ্রেণি | সন-২০১০ | সন-২০১১ | সন-২০১২ | ||||||
অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | |
সমাপনি | ৫৬ | ৩৫ | ৬২% | ৫৩ | ৫৩ | ১০০% | ৫৭ | ৫৭ | ১০০% |
২০১১ সালে ১জন, ২০১২ সালে ২জন।
সাল | সাধারণ | টেলেন্টপুল | মন্তব্য |
২০১১ | ১ | - |
|
২০১২ | ১ | ১ |
|
২০১১ ও ২০১২ সালের সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ করেছে। আন্তপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার লাভ করে। ২০১২ সালে ১টি টেলেন্টপুলসহ ২টি বৃত্তি লাভ করে।
বিদ্যালয়ের পাঠের উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% উন্নীতকরণ। প্রাথমিক শিক্ষাচক্র শতভাগ নিশ্চিতকরণ। শিখন শেখানো কার্যাবলী নিশ্চিতকরণ। শ্রেনি কায্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা অব্যাহত রাখার চেষ্টা করা।
বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম: জফরপুর,
ডাক: বড়লেখা,
উপজেলা: বড়লেখা,
মৌলভীবাজার।
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | শ্রেণি | শাখা | রোল |
০১ | সাফিয়া ফেরদৌসী | ২য় | ক | ১ |
০২ | সাবিনা আক্তার | ২য় | ক | ২ |
০৩ | মো: ইয়াহইয়া | ৩য় | ক | ১ |
০৪ | মাহিয়া নুশরাত | ৩য় | ক | ২ |
০৫ | তুহিন আহমদ | ৪র্থ | ক | ১ |
০৬ | সাব্বির আহমদ | ৪র্থ | ক | ২ |
০৭ | খাদিজা আক্তার | ৫ম | ক | ১ |
০৮ | শামিমা আক্তার | ৫ম | ক | ২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস