শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনা : প্রতিষ্ঠানটির বড়লেখা উপজেলাধীন উপজেলা সদরে বড়লেখা পৌরসভার অন্তর্গত ৮নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ১৫৬ শতাংশ ভূমির উপর ২টি দুতলা, ২টি একতলা পাকা ভবন, ৪টি আধাপাকা ভবনের সমন্বয়ে গঠিত। আইআইএন নং –১২৯৫৫৩।
এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় নারীশিক্ষার উন্নয়নের লক্ষ্যে ১৯৫৮ খ্রিঃ প্রতিষ্ঠালাভ করে। শিক্ষাবোর্ড কর্তৃক ঐ বৎসর হইতে জুনিয়র স্কুল হিসাবে এবং ১৯৬৭ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৯৯ইং হইতে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক কারিগরি শাখায় স্বীকৃতি প্রদান করা হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী সংখ্যা | মন্তব্য |
১ | ৬ষ্ঠ | ২৮৫ |
|
২ | ৭ম | ২৯৫ |
|
৩ | ৮ম | ২১৫ |
|
৪ | ৯ম | ১৭৪ |
|
৫ | ৯ম (ভোক) | ৩০ |
|
৬ | ১০ম | ১৮৮ |
|
৭ | ১০ম (ভোক) | ৩২ |
|
মোট | 0১২১৯ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব বদর উদ্দীন | সভাপতি |
|
২ | জনাব দীপক রঞ্জন নন্দী | শিক্ষক প্রতিনিধি |
|
৩ | জনাব আজিজুল হক | ঐ |
|
৪ | জনাব শাহানা রহিম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
|
৫ | জনাব বদরুল ইসলাম চৌধুরী | অভিভাবক প্রতিনিধি |
|
৬ | জনাব আনোয়ার উদ্দীন | ঐ |
|
৭ | জনাব মঞ্জুর আহমদ | ঐ |
|
৮ | জনাব পানু লাল দে | ঐ |
|
৯ | জনাব শফি আক্তার | সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি |
|
১০ | জনাব আশুতোষ চক্রবর্তী | সদস্য সচিব |
|
শ্রেণী | সন ২০০৯ | সন ২০১০ | সন ২০১১ | সন ২০১২ | সন ২০১৩ | ||||||||||
অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | অংশ গ্রহণ | পাশ | হার | |
৮ম/জেএসসি | ১৯০ | ১৭১ | ৯০% | ১৯৬ | ৯৩ | ৪৭.৪৪% | ২৫৭ | ১৮৪ | ৭১.৬% | ২২৪ | ১৮৭ | ৮৩.৪৮% | ২১৩ | - | - |
এস.এস.সি | ১২৫ | ১০৫ | ৮৪% | ১৪১ | ১১৬ | ৮২.২৬% | ১২৪ | ১২১ | ৯৭.৫% | ১৬৩ | ১৫৯ | ৯৭.৫৪% | ১৮৬ | ১৭৭ | ৯৫.১৬% |
২০০৯ সনে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ০৫ জন, ২০১০ সনে ০২ জন টেলেন্টপুল এ বৃত্তি, এস. এস. সি পরীক্ষায় ২০১০ সনে
০৬ জন, ২০১১ সনে ০৭ জন, ২০১২ সনে ০৮ জন, ২০১৩ সনে ১১ জন পরীক্ষার্থী জিপিএ ৫.০০ (এ+) গ্রেড লাভ করে।
২০০৯ - ২০১৩ সনের এস. এস. সি পরীক্ষায় ৩৭ জন জিপিএ ৫.০০ (এ+), ২০০৯ - ২০১২ সনের জে. এস. সি পরীক্ষায় ০৯ জন
টেলেন্টপুলে বৃত্তিলাভ, ২০০৯ –২০১৩ জেলা পর্যায়ের সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার লাভ, উপজেলা
অবকাঠামোগত উন্নয়ন করা, সমৃদ্ধশালী পাঠাগার তৈরী, ভার্চুয়াল কম্পিউটার ল্যাব স্থাপন, সহপাঠক্রমিক কার্যাবলীতে
শিক্ষার্থীদেরকে অধিকতর মনোযোগী করা সহ শতভাগ ফলাফল অর্জনের জন্য চেষ্টা চলছে।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়,
ডাকঘর ও উপজেলা : বড়লেখা,
জেলা : মৌলভীবাজার,
ফোন : ০৮৬২২-৫৬০৪৫,
ইমেইল : hmbghs@gmail.com.
ক্রমিক নং | নাম | ক্যাটাগরি | মন্তব্য |
১ | জাকিয়া সুলতানা | টেলেন্টপুল বৃত্তি | জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯ |
২ | সৈয়দা তাহিয়া নাজিবা | টেলেন্টপুল বৃত্তি | জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯ |
৩ | ফারজানা সিদ্দিকা | টেলেন্টপুল বৃত্তি | জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯ |
৪ | পূর্ণিমা দলপতি | টেলেন্টপুল বৃত্তি | জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯ |
৫ | সুমাইয়া জাহান | টেলেন্টপুল বৃত্তি | জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০০৯ |
৬ | তামজিদা আহমদ চৌধুরী | এ –টেলেন্টপুল বৃত্তি | জে. এস. সি পরীক্ষা ২০১০ |
৭ | অনামিকা দাস | এ –টেলেন্টপুল বৃত্তি | জে. এস. সি পরীক্ষা ২০১০ |
৮ | শাম্মী বেগম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০০৯ |
৯ | আলপনা দাস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০০৯ |
১০ | সোনিয়া হামিদ | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০০৯ |
১১ | ফাহিমা ফেরদৌস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০০৯ |
১২ | আমিনা সুলতানা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০০৯ |
১৩ | জান্নাতুল ফেরদৌস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৪ | আবিরা আজাদ চৌধুরী | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৫ | নুসরাত জাহান | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৬ | শ্রাবন্তী দেবনাথ | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৭ | হাজেরা আক্তার | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৮ | সৈয়দা রোকশানা সুলতানা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১০ |
১৯ | সুমাইয়া বেগম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২০ | নুসরাত মাহবুবা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২১ | নাবিলা রায়হান | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২২ | অপরাজিতা দাস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২৩ | জান্নাতুল তাকওয়া | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২৪ | মারিয়া জাবিন | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২৫ | ফাহিমা বেগম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১১ |
২৬ | জাকিয়া সুলতানা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
২৭ | অর্ণা নন্দী | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
২৮ | ফারজানা সিদ্দিকা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
২৯ | পূর্ণিমা দলপতি | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
৩০ | ওয়াজিয়া ফেরদৌস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
৩১ | শ্রাবনী চক্রবর্তী | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
৩২ | সুমাইয়া জাহান | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
৩৩ | লিলি বেগম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১২ |
৩৪ | তামজিদা আহমদ চৌধুরী | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৩৫ | মানতাশা আলতাব নোয়েলা | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৩৬ | ওয়াজিহা হাবিব | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৩৭ | অনামিকা দাস | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৩৮ | তানজিম আরা ইঝুম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৩৯ | ফাতেমা জাহান | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪০ | আদিবা জুয়েরিয়া | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪১ | তাসনিমা খানম | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪২ | তাহমিনা আহমেদ | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪৩ | পিংকী রানী দত্ত | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪৪ | নাজমুন নাহার | জিপিএ ৫.০০ (এ+) | এস. এস.সি পরীক্ষা ২০১৩ |
৪৫ | ফারহানা গিয়াস | এ –টেলেন্টপুল বৃত্তি | জে. এস. সি পরীক্ষা ২০১২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস