গ্রামঞ্চলের নারী শিক্ষা সম্প্রসারনের লক্ষে এলাকার শিক্ষানুরাগী মহল ১০/১২/১৯৯০ খ্রিষ্টাব্দ তারিখে বিদ্যালয়টি প্রতিষ্টা করেন। প্রতিষ্টতা সদস্য ০৬ জন: ক)মরহুম ছমির উদ্দিন আহমদ খ)সফিক উদ্দিন আহমদ গ) মো: জমির উদ্দিন ঘ) মো: আলা উদ্দিন ঙ)মরহুম বশির আলী চ) মো: আজির উদ্দিন। বিদ্যালয়ের দাতা সদস্য ০৮ জন। ভবন সংখ্যা তিনটি। রেকড অনুযায়ি ভূমির পরিমান ১.৫০ একর। ০১/০১/১৯৯৩ খ্রিষ্টাব্দ তারিখ থেকে মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে সীকৃতি প্রাপ্ত ।১৯৯৫ খ্রিষ্টাব্দে শিক্ষাথীরা এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহন করে। বতমানে বালিকা উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। সর্বপ্রথম ১৯৯৫ খ্রিষ্টাব্দে শিক্ষাথীরা অংশ গ্রহন করে।বতমানে বিদ্যালয়টিতে মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে।
ছাত্রীর সংখ্যা (শ্রেনী ভিত্তিক-২০১৩)
| ||||||||||||||||||
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব সফিক উদ্দিন আহমদ | সভাপতি |
০২ | জনাব মো: কমর উদ্দিন | সাধারণ শিক্ষক সদ্স্য |
০৩ | জনাব মো: কুতুব উদ্দিন | সাধারণ শিক্ষক সদ্স্য |
০৪ | জনাবা হালিমা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক সদ্স্য |
০৫ | জনাব আব্দুল মালিক | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৬ | জনাব আব্দুর রহমান | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৭ | জনাব এখলাছ উদ্দিন আহমদ | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৮ | জনাব জালাল উদ্দিন | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৯ | জনাব মো: জমির উদ্দিন | প্রতিষ্টাতা সদ্স্য |
১০ | জনাব হাজী মুহিবুর রহমান | দাতা সদ্স্য |
১১ | জনাব ফজলুর রহমান | বিদ্যুৎসাহী সদস্য |
১১ | প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয় | সদ্স্য সচিব |
পরিক্ষার নাম | সন | সন | সন | সন | সন |
২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ | |
৮ম | - | ৮৪.০৫% | ৯২.৬৩% | ৯৪.৯২% | - |
এস.এস.সি | ৭৯.৩১% | ৬৫.৩৮% | ৯১.৪৩% | ১০০% | ৯৮.২৮% |
২০১০ সালে ০২ জন। ২০১১ সালে ০১ জন। ২০১২ সালে মেধাবৃত্তি ০১ জন, সাধারন ০১ জন।
এ প্রতিষ্টানটি গ্রামিণ এলাকায় স্হাপনের ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে অন্তত ০৫ টি গ্রামের প্রথম এস.এস.সি পাশ ছাত্রী এ প্রতিষ্টান থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কলেজে লেখা পাড়া করতেছে। বর্তমানে এ প্রতিষ্টানের অনেক শিক্ষার্থী স্নাতক/স্নাতকো্ত্তর ডিগ্রি লাভ করে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে
বহুতল ভবন নির্মান করে, ডিজিটাল বাংলাদেশের উপযোগি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যেমে শিক্ষাথিদের আধুনিক শিক্ষা, মান সম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে ভাল ফলাফল অর্জনের জন্য যথাসম্ভব প্রচেস্টা চালিয় যাওয়া এবং বিদ্যালয় লাইব্রেরীকে যোগপোযোগি করে শিক্ষক-শিক্ষার্থীর পাঠের অভ্যাস গড়ে তোলা।
ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ থেকে প্রায় ০৭ (সাত) কিলোমিটার উত্তর পশ্চিমে, ডাকঘর: গোয়ালটা বাজার-৩২৫০ এ অবস্থিত। এ প্রতিষ্ঠানটি জুড়ি-শেওলা আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে অবস্তিত।
এ প্রতিষ্টান থেকে ২০০৮ সালে ০১ জন, ২০০৯ সালে ০২ জন শিক্ষার্থী এস.এস.সি-তে জি.পি.এ ৫.০০ অজনকরেছে। ২০১২ সালে জে,এস,সি তে ০১ জন শিক্ষার্থী জি.পি.এ ৫.০০ অজনকরেছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কজনশিক্ষার্থী সাফল্যের সাথে অধ্যয়নরত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস