প্রতিষ্টানটি বড়লেখা সদর উপজেলায় বড়লেখা পৌরসভার অন্তগত ০৯ নং ওয়ার্ডে অবস্থিত। প্রায় ১০০ শতাংশ ভূমির উপর ১টি দু’তলা পাকা ভবন ও ১টি আধাপাকা ভবনের সমন্বয়ে গঠিত। ই-আই-আই-এন নং ১৩২৭২৮।
এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্ঠায় ও জনাব এবাদুর রহমান চৌধুরী সাহেবের উদ্যোগে এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পরিচালনায় ২০০৩ খ্রি: প্রতিষ্ঠালাভ করে। ২০০৪ সালে এইচ এস সি (বি. এম) ও ২০০৫ সালে এস.এস.সি (ভোক:) কোর্সের অনুমতি ও স্বীকৃতি লাভ করে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র/ছাত্রীর সংখ্যা | ||
ছাত্র | ছাত্রী | মোট | ||
১ | নবম | ৫৪ | ০৬ | ৬০ |
২ | দশম | ৩২ | ০৫ | ৩৭ |
৩ | একাদশ | ৫৪ | ১৩ | ৬৭ |
৪ | দ্বাদশ | ৪৮ | ২০ | ৬৮ |
৫ |
| ১৮৮ | ৪৪ | ২৩২ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ এবাদুর রহমান চৌধুরী | সভাপতি |
০২ | জনাব মহিদ আহমদ চৌধুরী | সদস্য |
০৩ | জনাব ডা: আফজাল মুমিন চৌধুরী | সদস্য |
০৪ | জনাব জহরত অদিব চৌধুরী | সদস্য |
০৫ | জনাব বদরূল ইসলাম | সদস্য |
০৬ | জনাব আব্দুস সহিদ | সদস্য |
০৭ | জনাব সন্দীপ পুরকায়স্থ | সদস্য |
০৮ | জনাব আফতাব আলী | সদস্য |
০৯ | জনাব মখলিছ মিয়া | সদস্য |
১০ | জনাব বুদ্ধদেব দাশ গুপ্ত | সদস্য সচিব |
পরীক্ষার নাম | সন ২০১১ | সন ২০১২ | সন ২০১৩ | ||||||
মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার | |
এইচ এস সি | ২৯ | ২৯ | ১০০% | ৪২ | ৪২ | ১০০% | ৫২ | ৫০ | ৯৬ |
এইচ এস সি (ভোক) | ২৮ | ২৬ | ৯২% | ২৪ | ২৩ | ৯৬% | ২৬ | ২৪ | ৯২% |
২০১৩ সালের জি.পি এ ৫ প্রাপ্ত ০২ (দুই) জন ।
একটি একাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, সীমানা প্রাচীরের নির্মান এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ
ডাকঘর : বড়লেখা ৩২৫০, উপজেলা : বড়লেখা, জেলা : মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস