প্রতিষ্ঠানটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ০৩নং নিজ বাহাদুর পুর ইউনিয়নের ইটাউরী গ্রামে অবস্থীত।প্রতিষ্ঠানটি ১৮১শতাংশ ভূমির উপর একটা পাকা, দুইটি মেমি পাকা ভবনের সমন্ময়ে গঠিত। ব্যানবেইস ইআইআইএন নম্বর-১২৯৫২৮।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
ষষ্ঠ | ৪২ | ৪২ | ৮৪ |
সপ্তম | ৪০ | ৪৯ | ৮৯ |
আষ্ঠম | ৩১ | ২৭ | ৫৮ |
নবম | ২২ | ৩০ | ৫২ |
দশম | ২০ | ১৯ | ৩৯ |
মোট | ১৫৫ | ১৬৭ | ৩২২ |
জে.এস.সি- ২০১০-৮৭.৮০%, ২০১১-৬৮.২৯%, ২০১২-৮৬.৬৬%
এস.এস.সি- ২০০৮-৪৬.৬৭%, ২০০৯-৯২%, ২০১০-৮৮.৮৬%, ২০১১-৭২.৯৭%,
২০১২-৯৮.০৭%
এস.এ,সি পরীক্ষায় ২০০৯ সালে ০২জন, ২০১১ সালে ০১জন বৃত্তি লাভ করে।জে.এস.সি পরীক্ষায় ২০১১ সালে ০২ জন বৃত্তি লাভ করে।
বিঞ্জান ভবন নির্মান, ভাল ফলাফল অর্জন করা।
২০০২ সালে এস.এস.সি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান, ২০০৩ সালে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়, ২০১০ সালে উপজেলা স্কাউট সমাবেশে দ্বিতিয় স্থান অধিকার করে, ২০১২সালে উপজেলা স্কাউট সমাবেশে প্রথম স্থান অধিকার করে।
বিঞ্জান ভবন নির্মান, ভাল ফলাফল অর্জন করা।
পায়ে হেটে অথবা রিক্সা যোগে অথবা বাই সাইকেল যোগ, অথবা সিএনজির মাধ্যমে বিদ্যালয়ে আসা যাওয়া যায়।
২০০৯ সালে এস.এস.সি পরীক্ষায় ০১জন ছাত্র+ অর্জন করে, ২০১৩ সালে এস.এস.সি পরীক্ষায় ০২ জন ছাত্র + অর্জন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস