প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলার ‘বড়লেখা পৌরসভা’র অন্তর্গত ৮নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ৩৩.৫০ শতাংশ ভূমির উপর ১টি টিন শেট বিশিষ্ট ভবনে মোট ৩টি ক্লস রোম ও ১টি অফিস রুমে নির্মিত।
এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে ২০০৩ খ্রিঃ অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ২০১০ খ্রিঃ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয় এবং ২০১১ খ্রিঃ সাল থেকে শিক্ষকদের ভাতা প্রদান করা হয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করে আসেছ।
ক্রমিক নং | শ্রেণি | ছাত্র-ছাত্রীর | মন্তব্য |
০১ | প্রথম | ৯৫ |
|
০২ | দ্বিতীয় | ৮০ |
|
০৩ | তৃতীয় | ৮৪ |
|
০৪ | চতুর্থ | ৪৯ |
|
০৫ | পঞ্চম | ৪৭ |
|
০৬ | শিশু শ্রেণি | ৩০ |
|
মোট | ৩৮৫ জন |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব হাজী আব্দুল লতিফ | সভাপতি |
|
০২ | জনাব আব্দুল আহাদ | সহ-সভাপতি |
|
০৩ | জনাব হাজী আব্দুস সত্তার | দাতা সদস্য |
|
০৪ | জনাব ফাতেমা আক্তার | সদস্য |
|
০৫ | জনাব আরতী দাস চৌধুরী | সদস্য |
|
০৬ | জনাব সফিকুর রহমান | সদস্য |
|
০৭ | জনাব জাসমিন বেগম | সদস্য |
|
০৮ | জনাব কুলসুমা আক্তার | সদস্য |
|
০৯ | জনাব দীপক নন্দী | সদস্য |
|
১০ | জনাব নেহার আক্তার | শিক্ষক প্রতিনিধি |
|
১১ | জনাব মাকছুদুর রহমান | সদস্য সচীব |
|
সাল | ডিআর ভূক্ত ছাত্র-ছাত্রী | পরীক্ষায় অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৯ |
|
|
|
|
২০১০ |
|
|
|
|
২০১১ | ৩৩ | ৩৩ | ২৬ |
|
২০১২ | ৪০ | ৪০ | ৪০ |
|
২০১৩ | ৪৭ | ৪৭ | -- |
|
প্রযোজ্য নয়।
২০১২ সাল এর প্রথমিত শিক্ষা সমাপনী পরীক্ষায় মোঃ আব্দুল কাদির ছাব্বির এ+ প্রাপ্ত হয়।
অবকাঠামোগত উন্নয়ন। সমৃদ্ধশালী পাঠাগার তৈরী। প্রতিটি শ্রেণিকক্ষ মাল্টিমিডিয়া ক্লাসরুমে রুপান্তর। ১০০ ভাগ ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করণ। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় ১০০ ভাগ সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত চলবে।
এম.এইচ.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম- মহুবন্দ,
ডাকঘর- বড়লেখা ৩২৫০,
উপজেলা- বড়লেখা,
জেলা- মৌলভীবাজার।
ক্রমিক নং | নাম | শ্রেণি | রোল | মন্তব্য |
১ | সুস্মিতা দাস | ৫ম | ১ |
|
২ | নাহিদা আক্তার | ৪র্থ | ১ |
|
৩ | সাদমান আলম | ৩য় | ১ |
|
৪ | আরিফ আহমেদ | ২য় | ১ |
|
৫ | কাশেম মিয়া | ১য় | ১ |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস