বড়লেখা উপজেলাধীন পৌরসভা কেন্দ্রে ০৪নং তেলিগুল মৌজায় তেলিগুল গ্রামে অবস্থিত। ইবতেদায়ী ১ম শ্রেণী থেকে ফাজিল ৩য় বর্ষ পর্যন্ত পাঠ দান চলিতেছে। অত্র প্রতিষ্ঠানটি ৭৩ শতাংশ অখন্ড ভূমির উপর অবস্থিত, যাহার ১টি সেমি পাকা ভবণ ২ টি দ্বিতলা ভবন ১ টি মসজিদ অবস্থিত। এবং প্রতিষ্ঠানটির মোট জমির পরিমাণ ৬.৭৫ একর।
ব্যানবেইজ নং : ১৩০১০২২৩০২ বোর্ড কর্তৃক নং : ১৮৮০৫ আইআইএন নং : ১২৯৫৭৩
জনাব মাওঃ মোঃ রশিদ আলী সাহেবের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় দাতা জনাব কামিল মামদ এর ০৮ শতক, দাতা জনাব হাজী মোঃ আব্দুল আলী ৪৪ শতক দান করেন। দাতা জনাব হাজী মোঃ মতছিম আলী ০৫ শতক ভূমি ১৯৬২ইং সালে মাদ্রাসার মসজিদের জন্য রেজিষ্ট্রারী করেছেন এবং জনাব আলহাজ্জ মোঃ মিজানুর রহমান খসরু সাহেবের মাতা মোছাঃ কামরুন নেছা মাদ্রাসার নামে ০৬ শতক ভূমি রেকর্ড ভূক্ত করেছেন। বাকী জমিগুলা বিভিন্ন দাতাগণ দান করেন। অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল থেকে ৩১/১২/১৯৮৩ইং কউমী নেছাব অনুযায়ী লেখাপড়া হয় এবং ০১/০১/১৯৮৪ইং থেকে সরকারী সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়।
দাখিল স্বীকৃতি : ০১/০১/১৯৮৯ইং
আলিম স্বীকৃতি : ০১/০৭/১৯৯৪ইং
ফাজিল স্বীকৃতি : ০১/০৭/২০০৪ইং
১৯৯৪ইং থেকে দাখিল পরীক্ষা কেন্দ্র ১৯৯৫ইং আলিম-ফাজিল পরীক্ষা কেন্দ্র ১৯৯০ইং সনে ইবাতেদায়ী ৫ম এবং দাখিল ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা কেন্দ্র ২০১০ইং সাল থেকে জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ইবতেদায়ী প্রথম | ০৬ | ০৫ | ১১ |
০২ | ইবতেদায়ী দ্বিতীয় | ০৫ | ০২ | ০৭ |
০৩ | ইবতেদায়ী তৃতীয় | ০৫ | ০৪ | ০৯ |
০৪ | ইবতেদায়ী চুতুর্থ | ১১ | ০৫ | ১৬ |
০৫ | ইবতেদায়ী পঞ্চম | ৩৪ | ১৮ | ৫২ |
০৬ | দাখিল ষষ্ঠ | ৫৮ | ২৯ | ৮৭ |
০৭ | দাখিল সপ্তম | ৪২ | ২৫ | ৬৭ |
০৮ | দাখিল অষ্টম | ৪৯ | ১৫ | ৬৪ |
০৯ | দাখিল নবম | ৩৫ | ৩০ | ৬৫ |
১০ | দাখিল দশম | ২৪ | ১৩ | ৩৭ |
১১ | আলিম ১ম বর্ষ | ৩৩ | ১৭ | ৫০ |
১২ | আলিম ২য় বর্ষ | ২৫ | ৫৮ | ৮৩ |
১৩ | ফাজিল ১ম বর্ষ | ২১ | ০৭ | ২৮ |
১৪ | ফাজিল ২য় বর্ষ | ১২ | ০২ | ১৪ |
১৫ | ফাজিল ৩য় বর্ষ | ০১ | ০৩ | ০৪ |
মোট | ৩৬১ | ২৩৩ | ৫৯৪ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জেলা প্রশাসক (রাজস্ব) মৌলভীবাজার | সভাপতি |
০২ | মৌলানা মোঃ নিজাম উদ্দিন | অধ্যক্ষ, সদস্য সচিব |
০৩ | মোঃ মিজানুর রহমান খসরু | দাতা সদস্য |
০৪ | আব্দুশ শহিদ | অভিভাক সদস্য |
০৫ | জমির উদ্দিন | অভিভাক সদস্য |
০৬ | আব্দুল হান্নান | অভিভাক সদস্য |
০৭ | আজির উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
০৮ | আজাদ আহমদ চৌধুরী | শিক্ষক প্রতিনিধি |
০৯ | হোসাইন আহমদ | শিক্ষক প্রতিনিধি |
১০ | সহকারী কলেজ অধ্যাপক মৌলভীবাজার | বিদ্যোৎসাহী |
১১ | সমীর কান্তি দেব (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার) | বিদ্যোৎসাহী |
১২ | উপজেলা স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা | কফট সদস্য |
১৩ | কাজী আব্দুর ফাত্তাহ | বিদ্যোৎসাহী |
১৪ | সাফির আহমদ | বিদ্যোৎসাহী |
শ্রেণি | ২০০৮ইং | ২০০৯ইং | ২০১০ইং | ২০১১ইং | ২০১২ইং | মন্তব্য |
দাখিল অষ্টম | ৯০% | ৯২% | ৯৫% | ৯৩% | ১০০% |
|
দাখিল | ৯৫% | ৯৬% | ৯৭% | ৯৫% | ৯৬% |
|
আলিম | ১০০% | ৯৮% | ৯৫% | ১০০% | ১০০% |
|
ফাজিল | ৯৭% | ৯৬% | ৯৮% | ৯৯% | ৯৮% |
|
: দাখিল অষ্টম শ্রেণীতে ২০০৯ ইং সালে ১ম, ২য়, ৩য় গ্রেডে মোট ০৩টি বৃত্তি লাভ করে এবং ২০১১ ইং জেডিসি পরীক্ষায় সাধারণ গ্রেড ১টি বৃত্তি লাভ।
২০১১ইং সালের আলিম পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক ১০টি টপ প্রতিষ্ঠানের মধ্যে ১৩ তম স্থান লাভ করে।
ফাজিল অনার্স সহ কামিল শ্রেণী পর্যন্ত খোলা এবং ছাত্রাবাসে, সন্তোষ জনক ফলাফলের যথা সম্ভব চেষ্ঠা করব।
মাদ্রাসার সম্মুখে রাস্তা দিয়ে সি.এন্ড.বি. রাস্তা উত্তর দক্ষিণ সংযোগ রহিয়াছে। পূর্ব-পশ্চিমে স্থানীয় রাস্তা সংযোগ রহিয়াছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস