প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন সুজানগর ইউনিয়নের অন্তগর্ত ৮নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয় গৃহের মুল ভবন আধাপাঁকা, এতে তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ, ১টি একতলা ভবনে অতিরিক্ত দুইটি শ্রেণিকক্ষ (বর্তামানে এর দু’তলায় কাজ চলছে)। মোট পাঁচটি শ্রেণিকক্ষ ৩৫৫ জন শিক্ষার্থীকে ৭ জন শিক্ষক দ্বারা পাঠদান চলে (বর্তামানে ২জন শিক্ষক সি.ইন.এড প্রশিক্ষনরত)। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা অপ্রতুল।
প্রথমে জিয়া উদ্দিন ও জফর উদ্দিন চৌধুরী এর বাড়িতে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরে তাদেরই দানকৃত জমিতে ১৭ শতক বিদ্যালয় স্থানান্তর করা হয়। অত:পর প্রতিবেশী তাজির আলী ও সিকন্দর আলী বিদ্যালয়ের জন্য ০.০৮ শতক জমি দান করেন। বর্তামানে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ২৫ শতক। ১৯৭৩ সালের ১ জুলাই জাতির জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমানের এক ঘোষনায় বিদ্যালয়টি জাতীয়করণ হয় এবং সরকারী প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করে।
শ্রেণি | ছাত্র/ছাত্রী | মোট |
শিশু | ২৫ | ২৫ |
১ম | ৫৯ | ৫৯ |
২য় | ৬৩ | ৬৩ |
৩য় | ১১০ | ১১০ |
৪র্থ | ৪৯ | ৪৯ |
৫ম | ৪৯ | ৪৯ |
মোট | ৩৫৫ | ৩৫৫ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | এমারান আহমদ | সভাপতি |
০২ | জেলী বেগম | সহ-সভাপতি |
০৩ | অঞ্জনা রানী দে | সদস্য সচিব |
০৪ | বিলকিস রাবেয়া | শিক্ষক প্রতিনিধি |
০৫ | মিনহাজুর রহমান | সদস্য |
০৬ | কামরুল হোসেন | সদস্য |
০৭ | ময়েজ উদ্দিন সরকার | সদস্য |
০৮ | আব্দুল মুতলিব | সদস্য |
০৯ | রানু বেগম | সদস্য |
১০ | পূর্ণিমা দাস | সদস্য |
১১ | সুলতানা রাজিয়া | সদস্য |
১২ | লোকমান আলী | সদস্য |
সাল | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৮ |
|
|
|
|
২০০৯ | ৫৫ | ৫১ | ৪০ | ৭৮% |
২০১০ | ৩০ | ২৭ | ১০ | ৩৭% |
২০১১ | ৩১ | ৩১ | ৩১ | ১০০% |
২০১২ | ৩৫ | ৩৪ | ৩৪ | ১০০% |
সাল | সংখ্যা |
২০০৮ | - |
২০০৯ | ০১ |
২০১০ | - |
২০১১ | ০১ |
২০১২ | - |
সাল | সংখ্যা |
২০০৮ |
|
২০০৯ | ০১ |
২০১০ |
|
২০১১ | ০১ |
২০১২ |
|
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (জিপিএ) ৫ সহ ১০০% পাশের ধারা অব্যাহত রাখা।
বিদ্যালয়ের পাঠের মান উন্নয়ন ।
প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করন।
ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রী যাতে ৫ম শ্রেণি পর্যন্ত কৃতিত্বের সাথে উর্ত্তীনের ভবিষ্যত পরিকল্পনা আছে।
বিভাগীয় অনুমতি পেলে ২০১৪ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণি চালু করা।
চিন্তাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম:চিন্তাপুর , ডাক:, সুজানগর
৯ নং সুজানগর ইউনিয়ন, সুজানগর
উপজেলা: বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
ক্রমিক নং | নাম | ক্যাটাগরি | প্রাথমিক বৃত্তি পরীক্ষা |
০১ | মরিয়ম আক্তার | সাধারণ | ২০০৯ |
০২ | আবিদা ইসলাম | সাধারণ | ২০১১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস