বিদ্যালয়ে মোট জমির পরিমান ১৭ শতক, তন্মধ্যে ০৩ শতক জমির উপর ০৪ কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি নির্মিত। শ্রেণি কক্ষ হিসাবে ৩টি এবং অফিস কক্ষ হিসাবে ১টি ব্যবহৃত হচ্ছে। ছাত্র-ছাত্রীর সংখ্যানুসারে তা সম্প্রসারন প্রয়োজন।
প্রতিষ্ঠালগ্নে মাত্র ১৪ শতক জমির উপর অস্থায়ীভাবে বাঁশ বেত দ্বারা একটি কাঁচা ঘর নির্মাণ পূর্বক পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। জাতীর জনক বঙ্গবন্ধু কর্তৃক ১৯৭৩ ইং সনে জাতীয়করনের পর ১৯৭৫ ইং সনে কাঁচা ঘরের স্থানে ৩ কক্ষ বিশিষ্ট একটি আধা-পাকা ভবন তৈরী করা হয়। যে ভবনটি বর্তমানে নিলামধীন,পরবর্তীতে নবকুমার দাস ও হৃদয় রঞ্জন দাস কর্তৃক দানকৃত ৩শতক জমির উপর ২০০১-২০০২ অর্থ বছরে নতুন ভবনটি নির্মাণ করা হয়।
শ্রেণি | ছাত্র/ছাত্রী | মোট |
শিশু | ২২ | ২২ |
১ম | ৩৪ | ৩৪ |
২য় | ৫১ | ৫১ |
৩য় | ৫১ | ৫১ |
৪র্থ | ৪৫ | ৪৫ |
৫ম | ৪০ | ৪০ |
মোট | ২৪৩ | ২৪৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মনীষ চন্দ্র দাস | সভাপতি |
০২ | মো: আব্দুল কুদ্দুছ চৌধুরী | সহ-সভাপতি |
০৩ | সমরেন্দ্র কুমার দাস | সদস্য সচিব |
০৪ | হৃদয় রঞ্জন দাস | দাতা সদস্য |
০৫ | সজল কান্ত দাস | মাধ্যমিক শিক্ষক |
০৬ | ঝরনা রানী দাস | সহ:শি: |
০৭ | সুজিত চন্দ্র দাস | ইউ/পি সদস্য |
০৮ | অর্চনা রানী দাস | সদস্য |
০৯ | সঞ্জিত কুমার দাস | সদস্য |
১০ | লীলা রানী বনিক | সদস্য |
১১ | শান্তনা রানী দাস | সদস্য |
সাল | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৮ | - | - | - | ২০০৯ সাল থেকে সমাপনী পরীক্ষা চালু হয়েছে। |
২০০৯ | ৩৩ | ৩৩ | ২৭ | |
২০১০ | ২৯ | ২৯ | ২৭ | |
২০১১ | ৪৮ | ৪৭ | ২৪ | |
২০১২ | ৪৭ | ৪৫ | ৪৫ |
বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২০ জন, একক ৮৩ এবং যৌথ ০৮ পরিবারের শিক্ষা বৃত্তির সুবিধাভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৯ জন।
সাল | টেলেন্টপুল | সাধারণ |
২০০৮ | - | - |
২০০৯ | - | - |
২০১০ | - | ০১ |
২০১১ | - | ০২ |
২০১২ | - | - |
বিদ্যালয়ের পাঠের মান উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% এ উন্নীত করণ। প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করন। ঝরেপড়া রোধ এবং সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০ ভাগ ধরে রাখা।
গগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
ডাক: হাকালুকি, উপজেলা: বড়লেখা
জেলা: মৌলভীবাজার।
ক্রমিক নং | নাম | শ্রেণি | রোল |
০১ | স্বর্ণা রানী দাস | ৫ম | ০১ |
০২ | সীমান্ত কুমার দাস | ৫ম | ০২ |
০৩ | সুস্মিতা রানী দাস | ৫ম | ০৩ |
০৪ | বিঞ্চুপদ দাস | ৫ম | ০৪ |
০৫ | জয়ন্ত কুমার দাস | ৪র্থ | ০১ |
০৬ | আখি রানী দাস | ৪র্থ | ০২ |
০৭ | রুপম চন্দ্র দাস | ৪র্থ | ০৩ |
০৮ | ঋত্বিক চন্দ্র দাস | ৪র্থ | ০৪ |
০৯ | শিপু লাল দাস | ৩য় | ০১ |
১০ | মুন্নি রানী দাস | ৩য় | ০২ |
১১ | সুমি রানী দাস | ৩য় | ০৩ |
১২ | নিপা রানী দাস | ৩য় | ০৪ |
১৩ | প্রত্যাশা চক্রবর্ত্তী | ২য় | ০১ |
১৪ | বিজন কুমার দাস | ২য় | ০২ |
১৫ | সাগর কান্ত দাস | ২য় | ০৩ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস