প্রতিষ্ঠানটির বড়লেখা উপজেলাধীন উপজেলাধন ০৫ নং দুক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে মাদ্রাসাটি অবস্থিত মাদ্রাসাটি ১৩০শতাংশ ভূমির উপর২টি দুতলা পাকা ভবনের সমন্বয়ে গঠিত। ইআইআইএন নং –১২৯৫৭৫।
বড়লেখা ইসলামীয়া দাখিল মাদ্রাসাটি গ্রামতলা গ্রামে অবস্থিত। মাদ্রাসার নামে ওয়াকফকৃত ১৩০ শতাংশ অখন্ড ভূমি রহিয়াছে। বতমানে ২টি দুতলা পাকা ভবন রহিয়াছে। মাদ্রাসার পর্যাপ্ত ছাত্র/ছাত্রী রহিয়াছে। দানবির মরহুর আলহাজ্ব জহির উদ্দিন আহমদ এবং এলাকার জনসাধারনের সাহায্যে সহযোগীতায় প্রতিষ্ঠিত। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ০১/০১/১৯৯৬খ্রি: দাখিল স্থরে অনুমতি প্রাপ্ত হয়। এবং ০১/০১/১৯৯৭খ্রি: সন থেকে মাদ্রাসাটি দাখিল পর্যায়ে স্বীকৃতি লাভ করে। এবং ২০০২ খ্রি: সালে মে মাসে এমপিও ভূক্ত হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী সংখ্যা | মন্তব্য |
১ | ১ম | ২৭ |
|
২ | ২য় | ১৭ |
|
৩ | ৩য় | ১৯ |
|
৪ | ৪থ | ২২ |
|
৫ | ৫ম | ২৫ |
|
৬ | ৬ষ্ঠ | ৮৮ |
|
৭ | ৭ম | ৫৭ |
|
৮ | ৮ম | ৫২ |
|
৯ | ৯ম | ৭১ |
|
১০ | ১০ম | ৯৫ |
|
মোট | ৪৭৩ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব শমীর কান্তি দেব | সভাপতি |
|
২ | জনাব সুয়েব আহমদ | বিদ্যুৎসাহী |
|
৩ | জনাব শাহব উদ্দিন আহমদ সিরাজ | প্রতিষ্ঠাতা সদস্য |
|
৪ | জনাব ফারুক আহমদ | দাতা সদস্য |
|
৫ | জনাব হারিছ আলী | অভিভাবক প্রতিনিধি |
|
৬ | আব্দুল মতিন | ঐ |
|
৭ | মঈন উদ্দিন | ঐ |
|
৮ | সাদ উদ্দিন | ঐ |
|
৯ | মাও মমতাজ হোসাইন | শিক্ষকপ্রতিনিধি |
|
১০ | ক্বারী সিরাজ উদ্দিন | ঐ |
|
১১ | মোহাম্মদ ইসলাম উদ্দিন | সুপার/সম্পাদক |
|
শ্রেণী | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
৫ম সমাপনি | - | - | ৪৫.৭৬% | ৬১.৭৮% | ৯৫.০০% | - |
৮ম/জেডিসি | - | - | ৪৪.২৬% | ৯০.৫৮% | ৯৫.৮৩% | - |
দাখিল পাবলিক | ৮৮.২৩% | ৮৪.২১% | ৮০.৪৮% | ৮৭.০৩% | ৭৬.২৫% | ৯১.৯২% |
২০০৯ ইবতেদায়ী ৫ম শ্রেণী সাধারণ বৃত্তি- ০২জন, ২০১০ সালে জেডিসি ট্যালেন্ডপুল বৃত্তি- ০১জন। ২০১০ সালে দাখিল পাবালিক পরিক্ষা (এ+)০৩জন, ২০১১ সালে দালিখ পাবলিক পরিক্ষায় (এ+)০১জন ২০১২ সালে জেডিসি সাধারণ বৃত্তি (এ+)০১ জন, ২০১২ সালে দাখিল পাবলিক পরিক্ষায়, (এ+)০২ জন, ২০১২ সালের জেডিসি ট্যালেন্ডপুল ০১জন এবং সাধারন ০১জন, ২০১৩সালে দাখিল পাবালিক পরিক্ষায় (এ+)০২ জন।
মাদ্রাসায় দুতলা ভবন নির্মান , লেখা পাড়ার মান উন্নয়ন, ছাত্র/ছাত্রীবৃদ্ধি, মাদ্রাসার গেইট নির্মান, বৃত্তি লাভ ইত্যাদি।
অবকাঠামোগত উন্নয়ন করা, সমৃদ্ধশালী পাঠাগার তৈরী, ভার্চুয়াল কম্পিউটার ল্যাব স্থাপন,সীমানা প্রাচির নির্মান শিক্ষা সাংকৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।
বড়লেখা জামেয়া দাখিল মাদ্রাসা,
ডাকঘর ও উপজেলা : বড়লেখা,
জেলা : মৌলভীবাজার।
বড়লেখা উপজেলা হইতে শাহবাজপুর সড়কের পাশে ষাটমা নাদীর উত্তর পাশে অবস্থিত।
ক্রমিক নং | নাম | শ্রেণী | মন্তব্য |
১ | মরিয়ম বেগম | ৬ষ্ট |
|
২ | খাদিজা বেগম | ,, |
|
৩ | তাছলিমা বেগম | ৭ম |
|
৪ | পপি বেগম | ,, |
|
৫ | শারমিন বেগম | ,, |
|
৬ | সাহেদ আহমদ | ৮ম |
|
৭ | রাশেদা বেগম | ,, |
|
৮ | সুমাইয়া বিনতে মাছউদ | ,, |
|
৯ | বুরহান উদ্দিন | ৯ম |
|
১০ | আমিনা বেগম | ,, |
|
১১ | নাদিরা বেগম মুনিয়া | ,, |
|
১২ | আয়শা সিদ্দিকা | ১০ম |
|
১৩ | জান্নাত বিনতে মাছউদ | ,, |
|
১৪ | হাবিবুল ইসলাম | ,, |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস