মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলাধীন ০২ নং দাসের বাজারে ইউনিয়নের অন্তগত দাসের বাজার উচ্চ বিদ্যালয়্ ৈতিহ্যবাহী প্রাচীন অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যা ২০১০ইং সনে অত্র উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের বিরল সম্মাননা পুরষ্কার অজন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি ঈষনীয় সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে আসিতেছে। প্রতি বৎসর জে,এস,সি এবং এস,এস,সি পরীক্ষায় জিপিএ পাঁচ (GPA-5.00)সহ বিগত কয়েক বৎসর যাবৎ প্রায় ৯৮% শিক্ষার্থী মানবিক এবং বিজ্ঞান শাখায় কৃতিত্বের সহিত উর্ত্তীন হইয়া আসিতেছে। বতমানে বিদ্যালয়টি আরও তিনটি (০৩টি) শ্রেনী শাখা খোলার অনুমতি লাভ করেছে। বিদ্যালয়টিতে লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রতি বৎসর শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে ক্রমবধমান। তাছাড়া বিদ্যালয়টি বিগত ২০১০ ইং হইতে জে,এস,সি ও ২০১২ ইং হইতে এস,এস,সি পরীক্ষা কেন্দ্র হিসাবে উভয় পাবলিক পরীক্ষা গুলো সূচারুরূপে সম্পন করে আসিতেছে। বতমানে ছাত্র/ছাত্রীর তুলনায় শ্রেনী কক্ষ আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা অপ্রতুল।
দাসের বাজার উচ্চ বিদ্যালয়টি (১) জনাব আব্দুল গনি চৌধুরী,(২) বাবু বিধু ভূষন দাস (৩) জনাব সফিক উদ্দিন আহমদ (৪) বাবু তারা চাঁদ দাস (৫) বাবু হরেন্দ্র কুমার দাস ব্যক্তি বর্গের দানকৃত ১.২৮ একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্টিত হয়। বর্তমানে এ বিদ্যালয়ের ভূমির পরিমান ১.৫৫ একর। এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন বাবু সমীরণ চন্দ্র দাস।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ১৩৯ | ১০৬ | ২৪৫ |
৭ম | ১৩৪ | ১০৮ | ২৪২ |
৮ম | ৯০ | ৯৬ | ১৮৬ |
৯ম | ৭৬ | ৬৪ | ১৪০ |
১০ম | ৭৫ | ৭৩ | ১৪৮ |
মোট | ৫১৪ | ৪৪৭ | ৯৬১ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | বাবু স্বপন কুমার চক্রবর্ত্তী | সভাপতি |
০২ | বাবু রনজিৎ কুমার দাস | সাধারণ শিক্ষক সদ্স্য |
০৩ | বাবু প্রদীপ রঞ্জন দাস | সাধারণ শিক্ষক সদ্স্য |
০৪ | শ্রী সবিতা রানী দাস | সংরক্ষিত মহিলা শিক্ষক সদ্স্য |
০৫ | বাবু মাখন লাল দাস | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৬ | বাবু মতিলাল দাস | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৭ | জনাব মজির উদ্দিন | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৮ | বাবু রাখাল চক্রবর্ত্তী | সাধারণ অভিভাবক সদ্স্য |
০৯ | জনাব নাজিম উদ্দিন | বিদ্যুৎসাহী সদস্য |
১০ | দীপক রঞ্জন দাস (প্রধান শিক্ষক) | সদ্স্য সচিব |
জে.এস.সি
সন | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা | পাশের হার | G.P.A-5.00 |
২০১০ | ১৩৯ | ৮৪ | ৬০.৪৩% | - |
২০১১ | ১৫৬ | ১৫১ | ৯৬.৭৯% | ০৫ জন |
২০১২ | ১৫২ | ১৪৪ | ৯৪.৭৪% | ০৫ জন |
এস.এস.সি
সন | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ৭২ | ৬৬ | ৯১.৬৭% |
২০১০ | ৭৫ | ৬২ | ৮২.৬৭% |
২০১১ | ৭৩ | ৬৬ | ৯০.৪১% |
২০১২ | ৭৭ | ৭৪ | ৯৬.১০% |
২০১৩ | ১০৭ | ১০৫ | ৯৮.১৩% |
এছাড়া বি,এস,বি ফাউন্ডেশন কর্তৃক উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ বিদ্যালয়-২০০৯ শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মাননা। | ||||||||||||||
ভবিষ্যত পরিকল্পনা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অত্র বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান সহ একটি আদশ মডেল বিদ্যালয়ে পরিনত করা এবং শিক্ষার মানোন্নয়নে শতকরা ফলাফলের নিশ্চয়তা।
যোগাযোগ : দাসের বাজার উচ্চ বিদ্যালয়, ডাক: দাসের বাজার, উপজেলা বড়লেখা, জেলা: মৌলভী বাজার। বড়লেখা সদর হতে ৯ কি: মি: উত্তরে । দাসের বাজর সংলগ্ন।
শ্রেনী | ছাত্র-ছাত্রীর নাম |
৬ষ্ট | রোহিত কুমার দাস, মোহাম্মদ আলী ইমন, অয়ন কুমার দাস, অপন্যা রানী দাস, মিলি রানী দাস। |
৭ম | অনিক কুমার দাস, অনুপম দেব নাথ, ছিদ্দিকুর রহমান, অনন্ত দাস টিটু, সুব্রত দেব নাথ, নাহিদুর রহমান, শ্রীবাস দেব, সাকির হোসেন, অসীম দাস, রাজ কুমার দাস, সবুজ কুমার দাস, এমরান হোসেন, কেয়া রানী দাস, পাপিয়া রানী দাস, রেহানা বেগম, সুবনা রানী দাস, কুলসুমা বেগম, শুভ্রা দাস অন্ত |
সৈকত দেবনাথ, সাজন নাথ, কাজল কৃòদাস, মানস দেবনাথ, অভিজিৎ দাস শান্ত, সুমি রানী দাস, হাসি রানী দাস, তৃপ্তি রানী বধন | |
৯ম | অজিত দাস রাজু, পিংকু দাস, সাদিক আহমদ, জয় চন্দ্র দাস, অমিত দাস, আলম হোসেন, বিধান মালাকার, সুমিত দাস, কিশোর দেবনাথ, মিজানুর রহমান, দীপ্ত দাস, বাপ্পী রানী দাস, সুলতানা বেগম, আনিকা দাস, |
১০ম | অমিত কৃòদাস, আবু তাহের, পাপলু চন্দ্র দাস, উত্তম দেবনাথ, পারভেজ আহমদ, আরেফ আহমদ, সুবোধ চন্দ, ফাহিমুর রহমান, সাদিয়া জান্নাত, পাপিয়া চক্রবর্ত্তী, সাজেদা আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস