Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দাসের বাজার উচ্চ বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলাধীন ০২ নং দাসের বাজারে ইউনিয়নের অন্তগত দাসের বাজার উচ্চ বিদ্যালয়্  ৈতিহ্যবাহী প্রাচীন অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যা ২০১০ইং সনে অত্র উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের বিরল সম্মাননা পুরষ্কার অজন করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়টি ঈষনীয় সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে আসিতেছে। প্রতি বৎসর জে,এস,সি এবং এস,এস,সি পরীক্ষায় জিপিএ পাঁচ (GPA-5.00)সহ বিগত কয়েক বৎসর যাবৎ প্রায় ৯৮% শিক্ষার্থী মানবিক এবং বিজ্ঞান শাখায় কৃতিত্বের সহিত উর্ত্তীন হইয়া আসিতেছে। বতমানে বিদ্যালয়টি আরও তিনটি (০৩টি) শ্রেনী শাখা খোলার অনুমতি লাভ করেছে। বিদ্যালয়টিতে লেখাপড়ার মান দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রতি বৎসর শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে ক্রমবধমান। তাছাড়া বিদ্যালয়টি বিগত ২০১০ ইং হইতে জে,এস,সি ও ২০১২ ইং হইতে এস,এস,সি পরীক্ষা কেন্দ্র হিসাবে উভয় পাবলিক পরীক্ষা গুলো সূচারুরূপে সম্পন করে আসিতেছে। বতমানে ছাত্র/ছাত্রীর তুলনায় শ্রেনী কক্ষ আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা অপ্রতুল।