এলাকার সর্ব স্থরের মানুষের ঐকান্তীক প্রচেষ্ঠায় ১৯৯৩সনের ১লা জানুয়ারি স্থাপিত হয়।১লা জানুয়ারি ২০০২খ্রি:নিন্ম মাধ্যমিক এবং ১লা জানুয়ারি ২০০৭খ্রি: মাধ্যমিক বিদ্যালয় হিসাবে একাডেমীক স্বীকৃতি লাভ করে।প্রতিষ্ঠান টি ১লা মে ২০১০সালে এমপি ভূক্ত হয়।প্রতিষ্ঠানটি ১০০´×১৪´ফুট, আধাপাকা নিজস্ব ভবণে আবস্থিত।বিদ্যালয়ের ব্যানবেইস নং-০৬৫৮১৪।
প্রতিষ্ঠা কাল:-১লা জানুয়ারী ১৯৯৩খ্রি:।
ছাত্র-ছাত্রীর নাম:(শ্রেনীভিত্তিক)
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৪২ | ৩০ | ৭২ |
৭ম | ৩৩ | ৪২ | ৭৫ |
৮ম | ২২ | ২১ | ৪৩ |
৯ম | ১৪ | ১৩ | ২৭ |
১০ম | ১৮ | ২৩ |
|
মোট | ১২৯ | ১২৯ | ২৫৮ |
এস.এস.সি:২০০৯-৮১.২৫%
২০১০-৮৫.৭১%
২০১১-৮২.৬০%
২০১২-৮৭.০৫%
২০১৩-৮৬.৮৪%
২০১০ সালে এমপিও ভুক্তির পর থেকে বিদ্যালয়ের এস.এস.সি এবং জে.এস.সি পরীক্ষায় ফলাফল ৮০% এর নিচে নামেনি।বর্ষাকালীনও শীতকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহন করে ষর্বাধিক সপুরষ্কার লাভ।২০১৩ সালে এস.এস.সি পরীক্ষায় একটি A+ অর্জন।
৯ম ও ১০ম শেনীতে বিঞ্জান শাখা খোলা এবং এস.এস.সি এবং জে.এস.সি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন।
:গল্লাসাঙ্গঁন উচ্চ বিদ্যালয়,ডাকঘর-গল্লাসাংগন,উপজেলা-বড়লেখা,জেলা-মৌলভী বাজার।
হোমায়রা মাহজাবিন হিমু,সাগর দেব নাথ, খাদিজা আক্তার, নাজমীন আক্তার, মাছুমা আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস