উক্ত বিদ্যলয়টি একটি সম্পুণ পাকা ভবন তাথে তিনটি কক্ষ রয়েছে। দুইটি টয়লেঠ ও টিউবওয়েল রয়েছে।
বিদ্যালয় প্রতিষ্ঠা কাল ১৯৬০ ইং। বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন খেকে সুদক্ষ শিক্ষক শিক্শিকা বৃন্দের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এলাকার ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী সহ ব্যবসা বানিজ্য ও বিদেশ গমন করে দেশের উন্নয়ন সবদা কাজ করে যাচ্ছে। বিদ্যালয় ড্প্রতিষ্ঠালয়ে টিন সেডের ঘর ছিল। ১৯৯৯ সালে বদ্যালয়ে একতরা ভবন নির্মান হয় এবং ২০০৯ সালে ভবনটিকে দ্বিতলা করা হয়। বতমান বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কমরত আছেন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট | পাশের হার |
১ম | ০৫ | ১৪ | ১৯ | ৯৭% |
২য় | ১৬ | ১৮ | ৩৪ | ৮১% |
৩য় | ১৫ | ১৪ | ২৯ | ৮৩% |
৪থ | ১৮ | ১৮ | ৩৬ | ৮৪% |
৫ম | ১৩ | ১৪ | ২৭ | ১০০% |
মোট | ৬৭ | ৭৮ | ১৪৫ | গড় ৮৯% |
আমি বিদ্যালয়ের অবকাটামগত উন্নয়ন করতে চাই। লেখাপড়ার গুনগতমান আরও বৃদ্ধি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস