প্রতিষ্ঠানটির বড়লেখা উপজেলাধীন উপজেলা সদরে বড়লেখা পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি
১৪২শতাংশ ভূমির উপর ১টি আধাপাকা ভবনের সমন্বয়ে গঠিত। ইআইআইএন নং –১২৯৫৪৩।
: শিক্ষানুরাগী জনাব এবাদুর রহমান চৌধুরী (সাবেক সংসদ সদস্য) এর উদ্দ্যেগে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহয়তায় অত্র এলাকায় নারীশিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে উক্ত বিদ্যালয়টি ৩১/১০/১৯৯৮ইং সালে প্রতিষ্টা করে ০১/০১/১৯৯৯ ইং সালে সিলেট শিক্ষার্বোড কতৃক নিম্ন মাধ্যমিক স্বীকৃতি লাভ করে এবং ৩০/০১/২০০৩ ইং তারিখে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ০১/০৫/২০০৪ইং তারিখে নিম্ন মাধ্যমিক হিসাবে এমপিও ভূক্ত হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্রী সংখ্যা | মন্তব্য |
১ | ৬ষ্ঠ | ১১৬ |
|
২ | ৭ম | ১৩৫ |
|
৩ | ৮ম | ১০৫ |
|
৪ | ৯ম | ৯২ |
|
৫ | ১০ম | ৭০ |
|
মোট | ৫০৭ |
|
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
১ | জনাব এবাদুর রহমান চৌধুরী | সভাপতি |
|
২ | জনাব ফেরদৌসি বেগম | শিক্ষক প্রতিনিধি |
|
৩ | জনাব ঝুটন কান্তি পাল | ঐ |
|
৪ | জনাব সুলতানা বেগম | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
|
৫ | জনাব আব্দুর রহমান | অভিভাবক প্রতিনিধি |
|
৬ | জনাব গাজিউর রহমান | ঐ |
|
৭ | জনাব মুজিবুর রহমান | ঐ |
|
৮ | জনাব শফিক উদ্দিন | ঐ |
|
৯ | জনাব সালমা বেগম | সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি |
|
১০ | জনাব মহিদ আহমদ চৌধুরী | প্রতিষ্ঠাতা সদস্য |
|
১১ | মীর মখলিছুর রহমান | দাতা সদস্য |
|
১২ | মাজহারুল ইসলাম | সদস্য সচিব |
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এস. এস. সি পরীক্ষায়, ২০১১ সনে ০১জন, ২০১২ সনে ০২জন(এ+) গ্রেড লাভ করে।
২০০৯ - ২০১৩ সনের এস. এস. সি পরীক্ষায় ০১জন জিপিএ ৫.০০ (এ+), ২০০৯ - ২০১২ পরীক্ষায় ০২জন২ ০১৩সালেউপজেলা পর্যায়ে কুচকাওয়াজ এ প্রথম পুরস্কার প্রাপ্ত।
অবকাঠামোগত উন্নয়ন করা, সমৃদ্ধশালী পাঠাগার তৈরী, ভার্চুয়াল কম্পিউটার ল্যাব স্থাপন, সহপাঠক্রমিক কার্যাবলীতে শিক্ষার্থীদেরকে অধিকতর মনোযোগী করা সহ শতভাগ ফলাফল অর্জনের জন্য চেষ্টা চলছে।
নারীশিক্ষা একাডেমী মাধ্যমিক বিদ্যালয়,
ডাকঘর ও উপজেলা : বড়লেখা,
জেলা : মৌলভীবাজার,
ফোন : ০৮৬২২-৫৬৬২
ইমেইল : narishikka2428@yahoo.com
ক্রমিক নং | নাম | শ্রেণী | মন্তব্য |
১ | দীবা দেব | ৬ষ্ট |
|
২ | হেপি বেগম | ৭ম |
|
৩ | প্রমি দেব | ৮ম |
|
৪ | তাহমিদা আক্তার | ৯ম |
|
৫ | নিলঞ্চনা রাণী নাথ | ১০ম |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস