প্রতিষ্টানটি বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের সায়পুর গ্রামে অবস্থিত। প্রতিষ্টানটি অখন্ড ৩.৬৪ শতক যায়গার মধ্যে ৫০ শতাংশ ভূমির উপর দোতলা ৪ টি ভবন ও সেমিপাকা ১ টি ভবন এর সমন্বয়ে গটিত
ততকালীন জমিদার ও ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব আব্দুল আউয়াল চৌধরী সাহেবের ভূমি দানের মাধ্যমে একক প্রচেষ্টায় প্রতিষ্টানটি ০১/০১/১৯৪৮ খ্রি: প্রতিষ্টা লাভ করে। ০১/০১/১৯৫১ খিষ্টাব্দে নিন্ম মধ্যমিক ০১/০১/১৯৬৫ খিষ্টাব্দে মধ্যমিক ও ০১/০১/২০০৫ কিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি লাভ করে। বিগত ০১/১২/১৯৮৪ খিষ্টাব্দে মাধ্যমিক স্তর (স্কুল শাখা) এমপিও ভুক্ত হয়। তবে উচ্চ মাধ্যমিক স্তর (কলেজ শাখা) এখন ও এমপিও ভুক্ত হয় নি।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট |
০১ | ৬ষ্ট | ১৮৩ | ২১৭ | ৪০০ |
০২ | ৭ম | ১৪৮ | ১৭১ | ৩১৯ |
০৩ | ৮ম | ১৪৮ | ১১৮ | ২৬৬ |
০৪ | ৯ম | ৯০ | ১১৪ | ২০৪ |
০৫ | ১০ম | ৮৯ | ৮৩ | ১৭২ |
০৬ | একাদ্বশ | ৪৩ | ৮৬ | ১২৯ |
০৭ | দাদ্বশ | ৪৪ | ১০৬ | ১৬৪ |
মোট | ৭৪৫ | ৮৯৫ | ১৬৪০ |
১। সিরাজ উদ্দিন,সভাপতি
২। বাছিত আহমদ, অধ্যক্ষ সদস্য সচিব।
৩। আব্দুস সহিদ খান, অভিবাবক প্রতিনিধি
৪। মজির উদ্দিন, অভিবাবক প্রতিনিধি
৫। তফজ্জুর আলী, অভিবাবক প্রতিনিধি
৬। ইয়াছিন আলী, অভিবাবক প্রতিনিধি
৭। আহমদ শরীফ,দাতা সদস্য
৮। রফিক উদ্দিন আহমদ, শিক্ষানুরাগি সদস্য
৯। লুতফুর রহমান, শিক্ষক প্রতিনিধি
১০ বেনু ভূষন দাষ, শিক্ষক প্রতিনিধি
১১। তছলিমা ইয়াছমিন, শিক্ষক প্রতিনিধি,
শ্রেণী | ২০০৮ সাল | ২০০৯ সাল | ২০১০ সাল | ২০১১ সাল | ২০১২ সাল |
জেএসসি | - | - | ৪৪.০৯% | ৮২.৬৬% | ৮৫.৯৮% |
এসএসসি | ৩৮.৭৫% | ৮০% | ৭৭.৩৯% | ৬৭.৭৮% | ৯৪.১২% |
এইচ এসসি | ৫৪.৭২% | ৩৯.৫৩% | ৭৭.৫০% | ৭৫.৪৪% | ৬৮.৭৫% |
২০১০ সাল বৃত্তি | ২০১১ সাল বৃত্তি | ২০১২ সাল বৃত্তি |
০১ জন | ০৪ জন | ০৬ জন |
স্কাউট গৌরব পতাকা অর্জন এবং মহিলা ফুটবল দল ভিবাগীয় চ্যাম্পিয়ন এর মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে। বিগত ২০০০ সনে প্রতিষ্টানটি উপজেলা পর্যায়ে শেষ্ট শিক্ষা প্রতিষ্টান হিসাবে গৌরব অর্জন করেছে।
ছাত্র ছাত্রীদের ঝরেপড়া রোধকল্পে অভিবাক সমাবেশে আরও গুরুত্ব দিয়ে ঝড়েপড়া রোধ ও ভাল ফলাফল অর্জনের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরির যতাসম্বব চেষ্টা করব।
শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ডাক: পূর্ব শাহবাজপুর, উপজেলা বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
মৌলভীবাজার থেকে বাস যোগে, বড়লেখা থেকে পিকআপ/সিএন জি যোগে শাহবাজপুর।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ট | ০৬ | ০৮ | ১৪ |
৭ম | ০৪ | ০৭ | ১১ |
৮ম | ০৫ | ০৬ | ১১ |
৯ম | ০৪ | ০৩ | ০৭ |
১০ম | ০৫ | ০৪ | ০৯ |
একাদ্বশ | ০৩ | ০২ | ০৫ |
দাদ্বশ | ০২ | ০২ | ০৪ |
মোট | ২৯ | ৩২ | ৬১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস