প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন বড়লেখা ০৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি ০.৭৫ শতাংশ অখন্ড ভূমির উপর অবস্থিত।একটি আধাপাকা ভবনে বিদ্যালয়টি পরিচালিত হইতেছে ব্যানবেইস ইন নাম্বারঃ ১২৯৫৩৬।
অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের প্রচেষ্টায় বিশেষ করে নারী শিক্ষাসম্প্রসারণের লক্ষ্যেউক্ত বিদ্যালয়টি ০১/০১/২০০২ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং সিলেট শিক্ষবোর্ড হইতে ০৬/০২/২০০৬ ইং তারিখে নিমণ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ২০১২ ইং সাল হইতে বিদ্যালয়ে ৯ম শ্রেণি চালু করে বোর্ডে আবেদন করা হয়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র সংখ্যা |
০১ | ৬ষ্ঠ | ৯১ |
০২ | ৭ম | ৬২ |
০৩ | ৮ম | ৬২ |
০৪ | ৯ম | ২৭ |
০৫ | ১০ম | ৪২ |
সর্বমোট = | ২৮১ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | জনাব মোঃ মিসবাহুল বর | সভাপতি |
০২ | জনাব রোকেয়া বেগম | শিক্ষক প্রতিনিধি |
০৩ | জনাব শ্রাবণী দেব | শিক্ষক প্রতিনিধি |
০৪ | জনাব দেলওয়ার হোসেন | অভিভাবক সদস্য |
০৫ | জনাব মখলিছুর রহমান | অভিভাবক সদস্য |
০৬ | জনাব ফারম্নখ উদ্দীন | অভিভাবক সদস্য |
০৭ | জনাব আইয়ুব আলী | অভিভাবক সদস্য |
০৮ | জনাব আ: খালিক চৌধুরী | প্রতিষ্ঠাতা সদস্য |
০৯ | জনাব আশরাফ উদ্দিন | দাতা সদস্য |
১০ | জনাব জামাল আহমদ চৌধুরী | শিক্ষনুরাগী |
১১ | জনাব মোঃ উছমান আলী | প্রধান শিক্ষক |
শ্রেণি | সন-২০০৯ | সন-২০১০ | সন-২০১১ | সন-২০১২ | সন-২০১৩ | ||||||||||
অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | অংশ গ্রহণ | উত্তীর্ণ | হার | |
জে.এস.সি. | - | - | - | ৫২ | ১৩ | ২৫% | ৬৭ | ৫৮ | ৮৬% | ৫০ | ৪১ | ৮২% | - | - | - |
এস.এস.সি | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - | - |
অবকাঠামোগত উন্নয়ন করা, সমৃদ্ধশালী পাঠাগার তৈরী করা, পযাপ্ত পরিমাণ শিক্ষাউপকরণ সংগ্রহ করাসহ ১০০% রেজাল্ট অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখা।
বড়লেখা প্রানকেন্দ্রে (বড়লেখা উত্তর বাজার) অবস্থিত। বাসগাড়ি সহ অন্যান্য
যে কোন মাধ্যমে সহজেই পৌছা যায়।
ক্রমিক নং | শ্রেণি | ছাত্র/ ছাত্রীর নাম | প্রাপ্ত জিপিএ |
০১ | ৬ষ্ঠ | নাজহাত হোসেন মজুমদার | ৫.০০ |
০২ | ৭ম | শামছুল ইসলাম | ৫.০০ |
০৩ | ৮ম | পপি বেগম | ৫.০০ |
০৪ | ৯ম | শাহিনা জান্নাত | ৫.০০ |
০৫ | ১০ম | রেহেনা বেগম | ৫.০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস