একতলা বিশিষ্ট ভবন ২টি, অফিস কক্ষ ভবন ১টি, মোট ৫টি শ্রেণীকক্ষ, ৩৫৩ জন শিক্ষার্থীকে ৪জন শিক্ষক দ্বারা পাঠদানের কর্মসূচী চলছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেনীকক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা নিতান্ত কম।
বর্তমান বিদ্যালয় ভবনের প্রায় ২০০ গজ পশ্চিমে মোঃ সুনুমিয়া দানকৃত ৭শতক জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। পরবর্তীতে ১৯৬৫ সালে সুনু মিয়ার ছেলে জনাব মোঃ ময়নুল ইসলাম ১৮ শতক জমি বর্তমান স্থানে দান করেন। উক্ত জমিতে বিদ্যালয়টি বর্তমানে পরিচালিত হচ্ছে।
শিশু শ্রেণী ১ম শ্রেণী ২য় শ্রেণী ৩য় শ্রেণী ৪র্থ শ্রেণী ৫ম শ্রেনী
৩০ ৬৫ ৮২ ৬৮ ৫৮ ৫০
নাম পদবী
১. জনাবমোঃ রফিক উদ্দিন সভাপতি
২. ,, মোঃ রহিম উদ্দিন সহসভাপতি
৩. ,, মোঃ আলী রাজা অভিভাবক সদস্য
৪. ,, মাখন লাল ,,
৫. ,, হাজী মোঃ ময়নুল ইসলাম দাতা সদস্য
৬. ,, স্বপ্না রানী দাস অভিভাবক সদস্য মহিলা
৭. ,, রাবেয়া খাতুন ,,
৮. ,, সঞ্জবা রানী দাস ,,
৯. ,, মোঃ আজিম উদ্দিন শিক্ষক প্রতিনিধি
১০. ,, সুস্মিতা শিক্ষক প্রতিনিধি
১১. ,, রনজিৎকুমার দাস সদস্য সচিব
১২. ,, মোঃ নেওয়াব আলী ইউপি সদস্য
সাল ডি.আর. ভূক্ত ছাত্র-ছত্রী পরীক্ষায় অংশগ্রহণকারী পাশের সংখ্যা মন্তব্য
২০০৯ ৩৩ জন ৩১ জন ২৮ জন
২০১০ ৪২ জন ৩৬ জন ৩৩ জন
২০১১ ৩৯ জন ৩৯ জন ২৯ জন
বিদ্যালয়ের পাঠের মান উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% উন্নতকরন, প্রাথমিক শিক্ষাচক্র শতভাগ নিশ্চিতকরণ। শিখন শেখানো কার্যাবলী লিখিত করণ।
কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,
সুজানগর ইউ.পি. মধ্যমনি রাস্তা, ধামাই সংলগ্ন
উপজেলা: বড়লেখা,
জেলা: মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস