প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন ৬নং বড়লেখা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেছরীগুল গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানটি ৭৬.৫ শতাংশ অখন্ড ভূমির উপর দু’টি আধপাকা ভবন সমন্বয়ে গঠিত। স্কুলটির ব্যানবেইস ইন নাম্বার- ১২৯৫৩৭।
গ্রামাঞ্চলের শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এলাকার শিক্ষানুরাগী মহল ০১/০১/১৯৯৬ খ্রিস্টাব্দ তারিখে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা সদস্য ১৩ (তের) জন। বিদ্যালয়ের দাতা সদস্য ১১ (এগার) জন। ভবন সংখ্যা ২টি। রেকর্ড অনুয়ায়ী ভূমির পরিমাণ ৭৬.৫ শতাংশ। ০১/০১/১৯৯৮ খ্রিস্টাব্দে নিম্ন মাধ্যমিক এবং ০১/০১/২০০৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। সর্বপ্রথম ২০০৪ খ্রিস্টাব্দে শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে বিদ্যালয়টিতে মানবিক শাখা চালু আছে।
ক্রমিক নং | শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ | ৬ষ্ঠ | ৯০ | ১১৩ | ২০৩ |
২ | ৭ম |
| ১০৭ | ১৮৭ |
৩ | ৮ম |
| ৮৬ | ১৩৮ |
৪ | ৯ম |
| ৪০ | ৬৪ |
৫ | ১০ম |
| ৪৭ | ৭২ |
মোট |
|
|
|
ক্রমিক নং | নাম | পদবী |
01 | জনাব আলহাজ্ব ফারুক আহমদ | সভাপতি |
02 | মীর মোঃ হোসাইন আহমদ | শিক্ষক প্রতিনিধি সদস্য |
03 | ফয়ছল আহমদ | শিক্ষক প্রতিনিধি সদস্য |
04 | রুমা রাণী দে | সংরক্ষিত শিক্ষক প্রতিনিধি সদস্য |
05 | এম.এ হান্নান | প্রতিষ্ঠাতা সদস্য |
06 | ফাতির আলী | দাতা সদস্য |
07 | রিয়াজ উদ্দিন | অভিভাবক সদস্য |
08 | নরেশ চন্দ্র দে | অভিভাবক সদস্য |
09 | মাতাব উদ্দিন | অভিভাবক সদস্য |
10 | ডাঃ ইলিয়াছ আলী | অভিভাবক সদস্য |
11 | শামছুন নাহার | মহিলা অভিভাবক সদস্য |
12 | সজ্জদ আলী | কো-অপ্ট সদস্য |
13 | মোহাম্মদ জাহিদ আহমদ খান | প্রধান শিক্ষক / সদস্য সচিব |
পরীক্ষার নাম | সন ২০০৯ | সন ২০১০ | সন ২০১১ | সন ২০১২ | সন ২০১৩ |
পাশের হার | পাশের হার | পাশের হার | পাশের হার | পাশের হার | |
অষ্টম | - | ৩০.৬৮% | ৫৯.৭৪% | ৬৮% | - |
এস.এস.সি | ৯০% | ৬৮.৯৭% | ৫২.৫০% | ৯০% | ৯১% |
২০১০ সালের জুনিয়র বৃত্তি লাভ করে ০১ জন।
এ প্রতিষ্ঠানটি গ্রামীণ এলাকায় স্থাপনের ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত ০৮টি গ্রামেরদ প্রথম এস.এস.সি পাশ ছাত্র/ছাত্রী এ প্রতিষ্ঠান থেকে বের হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করছে।
বহুতল ভবন নির্মাণ, ডিজিটাল বাংলাদেশের উপযোগী করে শিক্ষার্থীদের শিক্ষা দান; মানসম্পন্ন শিক্ষাদানের মাধ্যমে ফলাফল অর্জনের জন্য যথাসম্ভব প্রচেষ্ঠা চালিয়ে যাওয়া।
কেছরীগুল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ থেকে প্রায় ০৫ (পাঁচ) কিলোমিটার উত্তর-পূর্ব, ডাকঘর- বড়লেখা-৩২৫০ এ অবস্থিত। এ প্রতিষ্ঠানটি বড়লেখা-ডিমাই সড়কের পার্শ্বে অবস্থিত।
এস.এস.সি পাশের পর অনেক ছাত্র/ছাত্রী বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস