বিদ্যালয়ে ২টি ভবন বিদ্যামান। ১টি অর্ধপাকা এবং ১টি দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবন। মোট শ্রেনি কক্ষ ৬টি, মোট শিক্ষাথীর সংখ্যা ৪৭৫জন এবং মোট শিক্ষক সংখ্যা ৭জন বিদ্যালয়টি ১শিফ্টে পরিচালিত। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষক সংখ্যা
অতিবক্ত বৃটিশ ভারতের তৎকালীন সময় সাধারণ মানুষের শিক্ষা লাভের জন্য এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী দুই ভাই বাবু জনক চন্দ্র দে এবং বাবু ডাঃ করুনাময় দে নিজ উদ্যোগে তেলিগুল মৌজার ১৬শতক জমির উপর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বাবু জনক চন্দ্র দে ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তিনি ১৯২৭ সাল পর্যন্ত এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তেজদীপ্ত প্রানী সিংহের নামানুসারে এই বিদ্যালয়ের নাম করা হয়। যাতে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরবর্তী সময় তাদের জ্ঞান, মেধা, সৌর্য্যবীর্যের দ্বারা তেজদীপ্ত ও বলবান হয়ে দেশের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাড়াতে পারে। ১৯৭৩ সালে ১লা জুলাই জাতীর জনক বঙ্গবন্ধুর এক ঘোষনায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং সরকারি হিসেবে প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে।
শিশু শ্রেণী | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
১৯ | ৯৩ | ১০ | ১০৯ | ৬৪ | ৮২ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মোঃ সফিক উদ্দিন | সভাপতি |
০২ | মোঃ তাজ উদ্দিন | সহ-সভাপতি |
০৩ | ফারুক আহমদ | সদস্য |
০৪ | মোঃ বদরুল ইসলাম মজনু | সদস্য |
০৫ | মোঃ সামছুল ইসলাম | সদস্য |
০৬ | ডাঃ প্রণয় কুমার দে | সদস্য |
০৭ | হাসি রাসী দত্ত | সদস্য |
০৮ | শাহানা আক্তার | সদস্য |
০৯ | শাহেনা আক্তার | সদস্য |
১০ | মাওলানা মোঃ আব্দুল ফাত্তাহ | সদস্য |
১১ | জুবেলী রানী দে | সদস্য |
১২ | মোঃ বদরুল হোসেন | সদস্য সচিব |
সাল | ডি.আর. ভূক্ত ছাত্র-ছত্রী | পরীক্ষায় অংশগ্রহণকারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৯ | ৫৯ জন | ৫৯ জন | ৫৫ জন |
|
২০১০ | ৮৬ জন | ৮৩ জন | ৮০ জন |
|
২০১১ | ৭৫ জন | ৭৪ জন | ৬৯ জন |
|
সাল | ট্যালেন্টপুল | সাধারণ বৃত্তি | মন্তব্য |
২০০৯ | ১০ জন | ৫ জন |
|
২০১০ | ৪ জন | ৭ জন |
|
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করন। প্রাথমিক শিক্ষাচক্র শতভাগ নিশ্চিত করন। বিদ্যালয়ে লেখাপড়ার মান উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় শতভাগ পাশের হার নিশ্চিত করণ। লেখা পড়ার পাশাপাশি শিশুর মানশিক ও শারীরিক বিকাশের জন্য সহ পাঠ্যক্রমিক কার্যাবলী যেমন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা।
সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,
ডাক ও উপজেলা: বড়লেখা,
জেলা: মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস