প্রতিষ্ঠানাটি বড়লেখা উপজেলাধীন ০২ নং দাসেরবাজার ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লঘাটি গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানের জমির পরিমান ১.৯০ শতাংশ। কলেজটি ১৫৬ ফুট দৈর্ঘ্য, ২৬ ফুট প্রস্থ একটি আধাপাকা ভবন অবস্থিত। সামনে খেলার মাঠ সহ বিরাট খোলা জায়গা আছে। দক্ষিন পশ্চিমাংশে একটি সুন্দর পানির লেইক আছে।
একাদশ | দ্বাদশ |
১১৮ | ১০৮ |
ক্রমিক নং | নাম |
০১ | উপজেলা নিবাহী অফিসার বড়লেখা, মৌলভীবাজার। |
০২ | জনাব অজয় চক্র |
০৩ | জনাব মো: নিজাম উদ্দিন |
০৪ | জনাবা সুনন্দা দে |
০৫ | জনাব কুমুদ রঞ্জন দাস |
০৬ | জনাব মো: দুদু মিয়া |
০৭ | জনাব বাবুলাল নাথ |
০৮ | জনাব বিপুর কান্ত দাস |
০৯ | জনাবা রেভা বেগম |
১০ | জনাব মো: কমর উদ্দিন |
১১ | জনাব মো:মাহবুবুর রহমান |
১২ | অধ্যক্ষ দাসেরবাজার আদশ কলেজ |
১৩ | জনাব মো: ফখরুল ইসলাম |
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল:
সন | ডি.আর ভুক্ত ছাত্র-চাত্রী | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৭ |
|
|
| ৮৭% |
২০০৮ |
|
|
| ৮৯% |
২০০৯ |
|
|
| ৮৮% |
২০১০ |
|
|
| ৭১% |
২০১১ |
|
|
| ৮৪% |
২০১২ সালের তালিকা প্রস্তুত হয় নাই।
অর্জন: শিক্ষক শিক্ষার্থী অভিভাবক, গভনিং বডি, স্থানীয় বিদ্যুৎ শাহী, শিক্ষানুরাগী ও সমাজসেবী সার্বিক সহযোগীতা কলেজটি বিভিন্ন ক্ষেত্রে যথা পরীক্ষার ফলাফল সাহিত্য, সংস্কৃতি চর্চা, খেলাধুাি সমাজ সেবা, শিক্ষাসফর, শিক্ষক সষ্টু পরিবেশ রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ভবিষ্যত পরিকল্পনা: কলেজটি সার্বিক উন্নয়নের মাধ্যমে এম.পি ও ভুক্তর ব্যবস্থা করা । উচ্চ মাধ্য্যমিক পযাযে বিঞ্জান ও ব্যবসার শিক্ষা খোলা। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অদুর ভবিষ্রৎতে স্নাতক কোর্স খোলা এবং উন্নত মানের একটি ডিগ্রী কলেজ হিসাবে প্রতিষ্ঠাত করা।
যোগাযোগ : দাসের বাজার আদশ কলেজ, ডাকঘর: দাসের বাজার, উপজেলা: বড়রেখা, জেরা: মৌলভী বাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস