সুফিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ০৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নের অন্তরগত সুফিনগর গ্রামে অবস্থীত।
ছাত্র/ছাত্রীর সাংখ্যা: শ্রেণীভিত্তিকঃ
শ্রেণীর নাম | ছাত্র | ছাত্রী | মোট |
১ম শ্রেণী | ১৫জন | ১১ জন | ২৬ জন |
২য় শ্রেণী | ১৫ জন | ১৩ জন | ২৮ জন |
৩য় শ্রেণী | ১৩জন | ১৬ জন | ২৯ জন |
৪র্থ শ্রেণী | ১৫ জন | ১২ জন | ২৭ জন |
৫ম শ্রেণী | ০৭ জন | ০৭ জন | ১৪জন |
বিগত ০৫ বছরের সমাপনি/ পাবলিক পরিক্ষার ফলাফলঃ
২০০৮ সাল= ১০০%
২০০৯ সাল= ৮৫%
২০১০ সাল= ৮২%
২০১১ সাল= ১০০%
২০১২ সাল= ১০০%
সিমানা প্রাচির নির্মান প্রযুক্তি নির্ভর পাঠদান , খেলার মাঠের উন্নয়ন, স্কুল প্রাঙ্গনে ফুলের বাগান, সহ শিক্ষা ক্রমিক কার্যাবলির উন্নয়ন ও সম্পসারন,ও বিদ্যালয়ে পাঠাগার গঠন।
উপজেলা সদর হইতে অফিস বাজার সুজাউল মাদ্রাসার দক্ষিন পার্শ দিয়ে অফিসবাজার থেকে পশ্চিম দিকে প্রায় ০২ কিলোমিটার।অথবা উপজেলা সদর হইতে গল্লাসাংগন হয়ে দৌলতপুরবাজার।দৌলতপুরবাজার থেকে চরিয়া হয়ে বিদ্যালয়ে স্থল যানে যাতায়াত করা করা যায়।
আব্দুল লতিফ। রুবেল,ইসরাত জাহান নূরানী, রিয়া জান্নাত, মরিয়ম বেগম, তাহিরা আক্তার শান্তা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস