প্রতিষ্ঠানটি মোলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৯ নং সুজানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আজিমগঞ্জ বাজার সংলগ্ন পাঁচ একর সতের শতাংশ অখন্ড ভূমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে একটি দু’তলা ভবন, একটি প্রশাসনিক ভবন ও দু’টি অর্ধপাকা ভবন আছে। বিদ্যালয়ের ব্যানবেইজ নং ১৩০১০৩১৩০১
দানবীর ছিদ্দেক আলী সাহেব এলাকায় শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে এলাকার প্রয়োজনে পাঁচ একর সতের শতাংশ ভূমি দান করে ০১-০১-১৯২৭ খ্রি: বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ০১-০১-১৯৩৯ খ্রি: কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমতি লাভ করে। ০১-০১-১৯৭০ খ্রি: নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ট | ১২৫ | ১৬৩ | ২৮৮ |
৭ম | ১১৩ | ১৪৮ | ২৬১ |
৮ম | ৭৮ | ১০৩ | ১৮১ |
৯ম | ৩৭ | ১৬ | ১৩৩ |
১০ম | ৮১ | ১১১ | ১৯২ |
মোট | ৪৩৪ | ৫৪১ | ১০৫৫ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | এ বি এম শহীদ উদ্দিন চৌধুরী | সভাপতি |
০২ | হাজী কুতুব উদ্দিন | দাতা সদস্য |
০৩ | মুফছিন আলী | অভিভাবক সদস্য |
০৪ | মো: কুরেশিয়া | অভিভাবক সদস্য |
০৫ | মো: নুরুল ইসলাম | অভিভাবক সদস্য |
০৬ | সমীরন চন্দ্র দাস | অভিভাবক সদস্য |
০৭ | রিনা বেগম | অভিভাবক সদস্য |
০৮ | হাজী ছাবির আহমদ | বিদ্যেৎসাহী |
০৯ | মো: আজিম উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
১০ | তছলিমা আবেদ সায়মা | শিক্ষক প্রতিনিধি(মহিলা) |
১১ | মো:আব্দুল জলিল | প্রধান শিক্ষক ও সদস্য সচিব |
সাল | জে.এস.সি | এস.এস.সি | মন্তব্য |
২০০৮ |
|
|
|
২০০৯ |
| ৭৮% | |
২০১০ | ৩০% | ৬৮% | |
২০১১ | ৮৮% | ৭০% | |
২০১২ | ৭৯% | ৭২% | |
২০১৩ |
| ৮৯% |
দীর্ঘ ৮৫ বৎসরে বিদ্যালয়টি এলাকার শিক্ষা সম্প্রসারনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার সহ সরকারী গুরুত্বপূর্ণ দফতরে নিয়োজিত আছেন।
বড়লেখা সদর হতে দক্ষিণ পশ্চিমে প্রায় ৭ কি:মি: দুরে।
ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়
ডাক: সুজানগর
৯ নং সুজানগর ইউনিয়ন
উপজেলা: বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
৬ষ্ট শ্রেণিতে ৫ জন।
৭ম শ্রেণিতে ৩ জন।
৮ম শ্রেণিতে ২ জন।
৯ম শ্রেণিতে ৪ জন।
১০ম শ্রেণিতে ৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস