প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়ননের ৯নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ৪২ শতাংশ ভূমির উপর একতলা ১টি পাকা ভবনের সমন্বয়ে গঠিত।
এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯০ সালে পহেলা জানুয়ারী তারিখে প্রতিষ্টা লাভ করে । ১৯৯৪ খ্রি: সালের ২রা র্মাচ তারিখে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। ১৯৯৪ সালের ১লা এপ্রিল তারিখে শিক্ষকদের ভাতা প্রদান করা হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু | ১০ | ১১ | ২১ |
১ম | ২২ | ২৩ | ২৫ |
২য় | ২১ | ৭ | ২৮ |
৩য় | ১৭ | ১০ | ২৭ |
৪র্থ | ১৫ | ১০ | ২৫ |
৫ম | ১৭ | ১৩ | ৩০ |
মোট | ১০২ | ৭৪ | ১৭৬ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মো: ইল্লাছ আলী | সভাপতি |
০২ | মো: ছালেক উদ্দিন | সহ-সভাপতি |
০৩ | মো: নিয়াজ উদ্দিন (লুকুছ) | দাতা সদস্য |
০৪ | মো: জমির উদ্দিন | শিক্ষক প্রতিনিধি |
০৫ | জাহানারা বেগম | বিদ্যেতসাহী মহিলা সদস্যা |
০৬ | পিয়ারা বেগম | ছাত্র অভিভাবক সদস্যা |
০৭ | হুছনারা খানম | ছাত্র অভিভাবক সদস্যা |
০৮ | মো: আখলাছ উদ্দিন | ছাত্র অভিভাবক সদস্য |
০৯ | রুব্বান বেগম | ইউপি সদস্যা |
১০ | রুকিয়া বেগম | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সদস্যা |
১১ | মো: শরীফ উদ্দিন (প্র: শি:) | সদস্য সচিব |
সাল | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | মন্তব্য |
২০০৮ | ৩৩ | ৩৩ | ২৮ | ৮৫% |
২০০৯ | ২২ | ২২ | ১৭ | ৭৭% |
২০১০ | ২০ | ২০ | ০৬ | ৩০% |
২০১১ | ২৭ | ২৭ | ১৯ | ৭০% |
২০১২ | ১৬ | ১৬ | ১৬ | ১০০% |
সাল | টেলেন্টপুল | সাধারণ |
২০০৯ |
| ১ জন |
২০১০ |
|
|
২০১১ |
|
|
২০১২ |
|
|
বিদ্যালয়ের পাঠের মান উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% এ উন্নীত করণ। প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করন। শিখান শিখানো কার্যাবলী লিখিত করণ।ফলাফল ভাল করা।
জামকান্দি কুলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম: জামকান্দি কুলাউড়া, ডাক:,বড়লেখা
৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন, নিজবাহাদুরপুর
উপজেলা: বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
ক্রমিক নং | নাম | শ্রেণি | রোল |
০১ | নুসরাত জাহান | ১ম | ১ |
০২ | তারেক রহমান | ২য় | ১ |
০৩ | নাজিফা আক্তার | ২য় | ২ |
০৪ | আবু হানিফ | ৩য় | ১ |
০৫ | সারমিন আক্তার | ৩য় | ২ |
০৬ | ফৌজিয়া আক্তার | ৪র্থ | ১ |
০৭ | মারিয়া আক্তার | ৪র্থ | ২ |
০৮ | ফাহাদ আহমদ | ৫ম | ১ |
০৯ | মরিয়ম জান্নাত | ৫ম | ২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস