প্রতিষ্ঠানটি বড়লেখা উপজেলাধীন ৬নং বড়লেখা সদর ইউনিয়নের অর্ন্তগত ১নং ওয়ার্ডে অবস্থিত । বিদ্যালয়টি‘ ১০০ শতাংশ ভূমির উপর টিনসেডের ১টি ভবন ও ১টি অফিস পাকা ভবন রয়েছে। ই এম আই এস কোড-৬০৪০৫০৬০৬।
এলাকাবাসী ঐকান্তিক প্রচেষ্টায় ও দাতকৃত ১০০ শতাংশ ভূমিতে ১৯০৩খ্রি. বিদ্যালয়টি প্রতিষ্ঠালাভ করে ১৯৭৩ খ্রি ১লা জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক ঘোষণায় বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং সরকারী প্রতিষ্ঠান হিসাবে স্বকৃত্তি লাভ করে
শিশু শ্রেণি | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
১৬ | ২৩ | ২২ | ২৫ | ২৪ | ১২ |
ক্রমিক নং | নাম | পদবী | ক্যাটাগরী |
০১ | জনাব আব্দুল আলীম | সভাপতি | বিদ্যুৎসাহী পুরুষ |
০২ | জনাব আব্দুল মতলিব | সহসভাপতি | অভিভাবক সদস্য |
০৩ | জনাব ইয়াছিন আলী | সদস্য | ইউপি মেম্বার |
০৪ | জনাব আব্দুল মন্নান | সদস্য | মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
০৫ | জনাব হেলাল উদ্দিন | সদস্য | ভূমিদাতা |
০৬ | জনাব হীরেন্দ কুমার দাস | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
০৭ | জনাব দেবযানী দত্ত | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
০৮ | জনাব শিপ্রা লস্কর | সদস্য | বিদ্যুৎসাহী পুরুষ |
০৯ | মাহমুদ আহমদ | সদস্য | অভিভাবক সদস্য |
১০ | ঝুমা চক্রবর্তী | সদস্য | অভিভাবক সদস্য |
১১ | হাফসা বেগম | সদস্য | অভিভাবক সদস্য |
সন | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | পরীক্ষায় অংশগ্রহন কারী | পাশের সংখ্যা |
২০১০ | ১৯ | ১৯ | ০৭ |
২০১১ | ৩০ | ৩০ | ২৮ |
২০১২ | ১৭ | ১৭ | ১৭ |
উপবৃত্তি প্রকল্প চালু
নাই
বিদ্যালয়ের পাঠের উন্নয়ন ও সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% উন্নীতকরণ। প্রাথমিক শিক্ষাচক্র শতভাগ নিশ্চিতকরণ। শিখন শেখানো কার্যাবলী নিশ্চিতকরণ। শ্রেনি কায্যক্রম সুষ্টভাবে পরিচালনা করর জন্য বিদ্যালয়ে ভবন নির্মানএকান্ত প্রযোজন।
ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,
গ্রাম: ছোটলেখা (ছিকামহল),
ডাক: বড়লেখা,
উপজেলা: বড়লেখা,
মৌলভীবাজার।
ক্রমিক নং | ছাত্র-ছাত্রীর নাম | শ্রেণি | শাখা | রোল |
০১ | জোবেদা | ৫ম | - | ১ |
০২ | পৃর্থী প্রভা দলপতি | ৪র্থ | - | ১ |
০৩ | সুমাইয়া আক্তার | ৩য় | - | ১ |
০৪ | শৈশব চক্রবর্তী | ২য় | - | ২ |
০৫ | সাহেরা ইসলাম | ১ম | - | ২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস