বড়লেখা উপজেলাধীন ৯ নং সুজানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ছোটলেখা দ:ভাগ মৌজায় অবস্থিত, বিদ্যালয়টি ৩০ শতাংশ ভূমির উপর দু’তলা ৬টি কক্ষ পাকা ভবনে নির্মিত।
এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় ও দানশীল ব্যক্তি জনাব ছত্তর আলী সাহেব ৩০ শতাংশ ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু | ১২ | ১৮ | ৩০ |
১ম | ৪৪ | ২৭ | ৭১ |
২য় | ৪০ | ৩৩ | ৭৩ |
৩য় | ৪৮ | ৫১ | ৯৯ |
৪র্থ | ২৩ | ৪৬ | ৬৯ |
৫ম | ২১ | ২৮ | ৪৫ |
মোট | ১৭৬ | ১৮১ | ৩৫৭ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | মো: হেলাল উদ্দিন | সভাপতি |
০২ | মো: ফয়জুর রহমান | সহ-সভাপতি |
০৩ | সজল সরকার | শিক্ষক প্রতিনিধি |
০৪ | কুলসুমা সিদ্দিকা | মাধ্যমিক শিক্ষক |
০৫ | মুজিবুর রহমান | ইউপি সদস্য |
০৬ | লুৎফা বেগম | বিদ্যেৎসাহী মহিলা |
০৭ | ফয়জুর রহমান | অভিভাবক সদস্য |
০৮ | শেলি বেগম | অভিভাবক সদস্য |
০৯ | ফয়জুর রহমান | অভিভাবক সদস্য |
১০ | জাহানারা বেগম | অভিভাবক সদস্য |
১১ | অতিকা রঞ্জন দাস | সদস্য সচিব |
সাল | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৮ | ৩২ | ২৪ | ৭৫% |
২০০৯ | ৩৭ | ৩০ | ৮২% |
২০১০ | ২১ | ১৯ | ৯০.৪৭% |
২০১১ | ২৮ | ২৪ | ৮৫.৭১% |
২০১২ | ৩৫ | ৩৫ | ১০০% |
বঁঙ্গবন্ধু বঁঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০১১ ও ২০১২ প্রতিযোগীতায় খেলায় ইউনিয়ন চ্যাম্পিয়ন।
২০১২ সালে ১০০% পাশ।
বিদ্যালয়টি নিম্নাঅঞ্চলে অবস্থিত বিধান সামান্য বন্যা হলে মাঠ এবং বিদ্যালয়টিতে পানি উঠে যায় কারনে পাঠদানে ব্যঘাত সৃষ্টি হয় বিদ্যালয়ের সীমানা প্রাচীর করা একান্ত প্রয়োজন।
পাঠনা সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম:পাঠনা , ডাক:,সুজানগর
৯নং সুজানগর ইউনিয়ন, সুজানগর
উপজেলা: বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস