প্রতিষ্ঠান টি মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামে অবস্থিত। বিদ্যালয়ে ৩টি আধা পাকা , ১টি একতলা ভবন ও একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার রয়েছে। খেলার মাঠ সহ মোট ভূমির পরিমান ১.৬১ একর(অখন্ড)।ব্যানবেইস নং ১২৯৫৫৯।
- আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে ও গ্রাম / এলাকার শিক্ষার সম্প্রসারনে উদ্যেগী হন শিক্ষাবীদ প্রবীন শিক্ষক জনাব হাজী মো: আব্দুল আহাদ, বি, এস, সি, সমাজসেবী আব্দুল খালিক (সুলেমান মিয়া) ও গ্রামের বিশিষ্টজন। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ০১/০১/১৯৯১সালে স্থাপিডত হয়। ০১/০১/১৯৯২সালে নিম্ন মাধ্যমিক ও ০১/০১/১৯৯৩ সালে (বিঞ্জান ও মানবিক বিভাগ সহ) মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৯৪ সালে নিম্ন মাধ্যমিক ও ০১/০১/১৯৯৫ সাল থেকে মাধমিক বিদ্যালয় হিসাবে এমপিওভূক্ত হয় এবং ০১/০১/১৯৯৪ সাল থেকে ১ম ব্যাচ এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে।
শ্রেনী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৬৮ | ৯৬ | ১৬৪ |
৭ম | ৬৫ | ১০১ | ১৬৬ |
৮ম | ৬৯ | ৯৭ | ১৬৬ |
৯ম | ৪২ | ৫২ | ৯৪ |
১০ম | ৫০ | ৭৪ | ১২৪ |
মোট | ২৯৪ | ৪২০ | ৭১৪ |
পরীক্ষার নাম | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | ২০১৩ |
জে.এস.সি | - | ৫০% | ৯৩% | ৭৪% | - |
এস.এস.সি | ১০০% | ৯০% | ৭৮% | ৯২% | ৯০% |
মেহরাব হোসেন, সায়মা বেগম, রোমানা খানম, উজ্জল চন্দ্র দাস, কার্নিজ ফাতিমা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস