অত্র বিদ্যালয় এলাকার ৭ জন বিশিষ্ট ব্যক্তি বিদ্যালয় প্রতিষ্টার জন্য .৩৫ একর জমি দান করেন। দানকৃত জমিতে ১৯৯০ সালের ২রা জানুয়ারী বিদ্যালয় প্রতিষ্টিত হয়। ১৯৯১ সালের সালের ২০ শে জুন তারিখে চট্রগ্রাম বিভাগীয় অফিস হতে বিদ্যালয়টি রেজিষ্টাড প্রাপ্ত হয় এবং ০১/০১/১৯৯২ সালে বিদ্যালয়টি এম.পি.ও ভুক্ত হয়। প্রধানমন্ত্রীর ঘোষনা বলে ০১/০১/২০১৩ ইং তারিখ হইতে বিদ্যালয়টি জাতীয়করন হয়। এলাকাবাসীর অথ শ্রম বিদ্যালয় প্রতিষ্টার সহায়তা করে। জমি দানকারী দাতা ব্যক্তিরা হলেন (১) হাজী তৈমুছ আলী (২) মো: বশারত আলী (৩) হাজী নজিব আলী (৪) আব্দুল মন্নান (৫) আব্দুল মতিন (৬) মো: মস্তোফা উদ্দিন (৭) মো: চান্দ আলী।
বিদ্যলয়ের পাঠের মান উন্নয়ন করে ও সমাপনী পরীক্ষার পাশের হার ১০০% উন্নত করন। প্রাথমিক শিক্ষা চক্র শতভাগ নিশ্চিত করণ। ঝরে পড়া রোধ করা।
বিগত ৫ বছরের সমাপনী/ পাবলিক পরীক্ষার ফলাফল:
সন | ডি.আর ভুক্ত ছাত্র-চাত্রী | পরীক্ষায় অংশ গ্রহন কারী | পাশের সংখ্যা |
২০০৮ | ২৯ | ২৯ | ২৯ |
২০০৯ | ২৭ | ২৭ | ২৭ |
২০১০ | ২১ | ২০ | ২০ |
২০১১ | ২৪ | ২৩ | ১৮ |
২০১১ | ৩০ | ২৭ | ২৭ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস