বিদ্যালয়ে একটি দ্বিতল ভবন রয়েছে এতে মোট ৬টি কক্ষ আছে। ১টি অফিসকক্ষ, ৪টি শ্রেণিকক্ষ ও ১টি শিক্ষকের কক্ষ। বিদ্যালয়ে ১ম-৫ম শ্রেণি পর্যন্ত মোট ২৬৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। শিক্ষক সংখ্যা ৪জন। শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংখ্যা কম।
বিদ্যালয়ের মোট ভূমির পরিমান ৭০ শতাংশ। এ জায়গাটা মূলত বাংলাদেশ রেলওয়ের ছিল। মাত্র কয়েক শতাংশ ছিল কয়েকজন ব্যাক্তির। পরবর্তীতে তারা সবাই তা বিদ্যালয়ের জন্য দান করেন।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
শিশু | ১২ | ১৭ | ২৯ |
১ম | ২৭ | ২২ | ৪৯ |
২য় | ২৬ | ৩১ | ৫৭ |
৩য় | ২৯ | ৩০ | ৫৯ |
৪র্থ | ২২ | ২৬ | ৪৮ |
৫ম | ২০ | ২১ | ৪১ |
মোট | ১৩৬ | ১৪৭ | ২৮৩ |
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | হাজী রহমত আলী | সভাপতি |
০২ | সামসুল ইসলাম | সহ-সভাপতি |
০৩ | শীলা রানী দত্ত | সদস্য-সচিব |
০৪ | লায়লা বেগম | শিক্ষক প্রতিনিধি |
০৫ | রাহেল আহম্মদ | শিক্ষক প্রতিনিধি |
০৬ | দুলু রানী দাস | সদস্য |
০৭ | সোনাহর আলী | সদস্য |
০৮ | বহ্নিশিখা দেব | সদস্য |
০৯ | আয়াজুন নেছা | সদস্য |
১০ | ফখরুল ইসলাম | সদস্য |
১১ |
|
|
সাল | ডি.আর ভূক্ত ছাত্র-ছাত্রী | অংশগ্রহণকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৮ | ৩৫ | ৩৪ | সর্বমোট অংশগ্রহণকারী ১৫৫জন। সর্বমোট পাশ করেছে ১৪৬জন। | পাশের হার ৯৪% |
২০০৯ | ৩৫ | ৩৪ | ||
২০১০ | ১৯ | ১৩ | ||
২০১১ | ২৬ | ২৫ | ||
২০১২ | ৪০ | ৪০ |
সাল | সাধারণ | টেলেন্টপুল |
২০০৮ | বিগত পাঁচ বছরে সাধারণ বৃত্তি=৩টি | বিগত পাঁচ বছরে ট্যালেন্টপুল বৃত্তি=৫টি |
২০০৯ | ||
২০১০ | ||
২০১১ | ||
২০১২ |
সবগুলো শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা,বাতি ও মাল্টি মিডিয়া ব্যবস্থা করা
বিদ্যালয়ের পাঠের মান উন্নয়ন ।
প্রাথমিক শিক্ষা শতভাগ নিশ্চিত করন।
সীমানা প্রাচীর করা।
বিদ্যালয়ের মাঠ সংস্কার করা।
ঘোলসা সরকারী প্রাথমিক বিদ্যালয়
গ্রাম: মুড়াউল, ডাক:, মুড়াইল
৭ নং তালিমপুর ইউনিয়ন, তালিমপুর
উপজেলা: বড়লেখা, জেলা: মৌলভীবাজার।
ক্রমিক নং | নাম | ক্যাটাগরি | সাল |
০১ | রুহুল আমিন | সাধারন | ২০০৯ |
০২ | তান্নি আক্তার | টেলেন্টপুল | ২০১০ |
০৩ | তাহমিদ হাসান (আনাস) | টেলেন্টপুল | ২০১১ |
০৪ | সাগরিকা নাথ | সাধারন | ২০১১ |
০৫ | নাইমুল ইসলাম ফাহিম | সাধারন | ২০১২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস