তালিমপুর ইউনিয়ন
মেৌলভীবাজার থেকে বড়লেখাগামী বাসে কিংবা সিএনজি অটোরিক্সাযোগে বড়লেখা নামতে হবে। বড়লেখা থেকে সিএনজি অটোরিক্সাযোগে হাল্লা গ্রামে হাোড়ের পাড়ে যাোয়া যায়।
0
হাকালুকি হাওড় বাংলাদেশের একটি অন্যতম বড় হাওড়। এ হাওড়ে বর্ষাকালে প্রায় ৬০ হাজার একর এবং শুষ্ক মৌসুমে প্রায় ২৫ হাজার একর ভূমি জলমগ্ন থাকে। এ হাওড়ে ছোট বড় ২০০টির বেশি জলাশায় আছে। এ হাওড়টি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা এবং সিলেট জেলার গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্চ উপজেলায় অবস্থিত। এখানে শীতকালে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে। অতিথি পাখি ও হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এ হাওড়ে দেশি-বিদেশী হাজারো পর্যটকের সমাগম ঘটে। সম্প্রতি উপজেলা প্রশাসন ো এলাকাবাসীর উদ্যোগে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ এগিয়ে চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS