আগর-আতর বাংলাদেশ তথা পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক সুগন্ধি পণ্য। জানা যায়, মুঘল আমলে এ পণ্য অধিক পরিমাণে ব্যবহৃত হতো। বর্তমানেও দেশে-বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। জানা যায়, বর্তমান আগর-আতর চাষীরা তাদের ১০-২০ পূর্ব পূরম্নষ আগে থেকে এ শিল্পের সাথে জড়িত। এ আগর-আতর শিল্প বর্তমানে বড়লেখা উপজেলায় অবস্থিত। সরকারের এক জেলা এক পণ্য হিসেবে মৌলভীবাজার জেলায় আগর-আতর শিল্পকে বেছে নেয়া হয়েছে। এখানে রয়েছে প্রায় ২০০টির মতো ছোট-বড় কারখানা। এখানকার উৎপাদিত আগর-আতর শতভাগ বিদেশে রপ্তানী হয় এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আতর শিল্পের নান্দনিক প্রক্রিয়া অবলোকনে প্রতিনিয়ত দেশি-বিদেশী পর্যটকের আগমন ঘটে। সম্ভাবনাময় এ সুগন্ধি শিল্প বিকশিত হলে, সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং সর্বোপরি বিশ্বের দরবারে বাংলাদেশ স্থান করে নিতে পারবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS