Location
মেৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নে এটি অবস্থিত।
Transportation
মাধবকুন্ড জলপ্রপাত
কিভাবে যাওয়া যায়:
মেৌলভীবাজার হতে বড়লেখাগামী বাসযোগে বড়লেখা পেৌছার আগে কাঠালতলী নামক বাজারে নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিক্সা যোগে ০৮ কিলোমিটার পূর্বে মাধবকুন্ড যাোয়া যায়।
মাধবকুন্ড জলপ্রপাত বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত। প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়। এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস। জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত। মাধবকুন্ড ইকোপার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারম্ননী স্নান হয় এবং মেলা বসে। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।
অবস্থান:
মেৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নে এটি অবস্থিত।