Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাকালুকি হাওড়
স্থান

তালিমপুর ইউনিয়ন

কিভাবে যাওয়া যায়

মেৌলভীবাজার থেকে বড়লেখাগামী বাসে কিংবা সিএনজি অটোরিক্সাযোগে বড়লেখা নামতে হবে। বড়লেখা থেকে সিএনজি অটোরিক্সাযোগে হাল্লা গ্রামে হাোড়ের পাড়ে যাোয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

হাকালুকি হাওড় বাংলাদেশের একটি অন্যতম বড় হাওড়। এ হাওড়ে বর্ষাকালে প্রায় ৬০ হাজার একর এবং শুষ্ক মৌসুমে প্রায় ২৫ হাজার একর ভূমি জলমগ্ন থাকে। এ হাওড়ে ছোট বড় ২০০টির বেশি জলাশায় আছে। এ হাওড়টি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা এবং সিলেট জেলার গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্চ উপজেলায় অবস্থিত। এখানে শীতকালে প্রচুর অতিথি পাখির সমাগম ঘটে। অতিথি পাখি ও হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এ হাওড়ে দেশি-বিদেশী হাজারো পর্যটকের সমাগম ঘটে। সম্প্রতি উপজেলা প্রশাসন ো এলাকাবাসীর উদ্যোগে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ এগিয়ে চলছে।