Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগর আতর শিল্প
স্থান
সুজানগর ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
মেৌলভীবাজার হতে বড়লেখাগামী বাস কিংবা সিএনজি অটোরিক্সা যোগে রতুলি নামক স্থানে নামতে হবে। সেখান থেকে সিএনজি অটোরিক্সাযোগে সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বিস্তারিত

আগর-আতর বাংলাদেশ তথা পৃথিবীর অন্যতম একটি প্রাকৃতিক সুগন্ধি পণ্য। জানা যায়, মুঘল আমলে এ পণ্য অধিক পরিমাণে ব্যবহৃত হতো। বর্তমানেও দেশে-বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। জানা যায়, বর্তমান আগর-আতর চাষীরা তাদের ১০-২০ পূর্ব পূরম্নষ আগে থেকে এ শিল্পের সাথে জড়িত। এ আগর-আতর শিল্প বর্তমানে বড়লেখা উপজেলায় অবস্থিত। সরকারের এক জেলা এক পণ্য হিসেবে মৌলভীবাজার জেলায় আগর-আতর শিল্পকে বেছে নেয়া হয়েছে। এখানে রয়েছে প্রায় ২০০টির মতো ছোট-বড় কারখানা। এখানকার উৎপাদিত আগর-আতর শতভাগ বিদেশে রপ্তানী হয় এবং দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আতর শিল্পের নান্দনিক প্রক্রিয়া অবলোকনে প্রতিনিয়ত দেশি-বিদেশী পর্যটকের আগমন ঘটে। সম্ভাবনাময় এ সুগন্ধি শিল্প বিকশিত হলে, সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এবং সর্বোপরি বিশ্বের দরবারে বাংলাদেশ স্থান করে নিতে পারবে।